কিছুদিন আগে গিটার বাজিয়ে এবং ভুল শব্দ এবং সুরে রবীন্দ্র সঙ্গীত গেয়ে যারপরনাই কটাক্ষের শিকার হয়েছিলেন সায়ন্তিকা। এবার তার মধ্যেই অভিনেত্রীর একটি ভিডিয়ো ভাইরাল হল। সেখানে দেখা যাচ্ছে তিনি একটি স্টেজ শো চলাকালীন তাঁর দর্শকদের যারপরনাই ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। এই ঘটনা দেখে কী বলছেন নেটিজেনরা?
সায়ন্তিকার ভাইরাল ভিডিয়ো
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের যে ভিডিয়ো এদিন ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে তিনি গান গাওয়ার আগে তাঁর দর্শকদের রীতিমত ধমকাচ্ছেন। কাউকে বলছেন, 'অ্যাই বসো। বসো বলছি।' কাউকে আবার বলছেন, 'পাশেরজনের কাছে নিয়ে গিয়ে কোমর দোলাচ্ছে। বসতে বলছি বসো।' আরেকজনকে আবার বলেন, 'পাশেরজনের কোলে বসতে বলিনি। তার পাশে বসো।' সায়ন্তিকার ব্যবহার দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। দর্শকদের সঙ্গে এমন আচরণ কেউ মেনে নিতে পারেননি।
আরও পড়ুন: সন্দীপের গ্রেফতারিতেও নিশ্চিত হতে পারছেন না শিলাজিৎ! বললেন, 'আর কারা গোকুলে বাড়ছে সেটা এবার...'
কেউ আবার তাঁর গানের নিন্দে করেন। তাঁদের মতে অভিনেত্রী নাকি একেবারেই বেসুরে গান গেয়েছেন। এক ব্যক্তি কটাক্ষ করে লেখেন, 'আমার গলায় গান শুনে কানের পর্দা ঠিক আছে তো?' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'মানুষ তোমরা এদের ভোট দিয়েছ। আমি দলের কথা বলছি না আমি ব্যক্তিত্বের কথা বলছি । এরকম চরিত্র একজন ব্যক্তিকে ভোট কেমন করে দেওয়া যায়।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ছি ছি কী ভাষা। লজ্জা লাগা উচিত।'
আরও পড়ুন: 'প্রতিবাদের সুরের শব্দে বড় হয়ে ওঠো', আরজি করের জন্য প্রতিবাদের মাঝেই খুদেদের জন্য বিশেষ বার্তা কৌশিকের
আরও পড়ুন: 'কৌশিকী অমাবস্যার পাঁঠা বলি', দুর্নীতির দায়ে সিবিআইয়ের জালে সন্দীপ পড়তেই মন্তব্য লাফটারসেনের