কয়েকদিন আগের ঘটনা, টলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের স্বামী সায়দীপ ও তাঁর পরিবারের 'ছেলে চাই' মন্তব্য ঘিরে শোরগোল পড়েছিল নেটপাড়ায়। সমালোচনা হয়েছিল। আর যদি খানিকটা এই একই ধরনের মন্তব্য করেন তেলুগু সুপারস্টার চিরঞ্জীবীর মতো তারকা, তখন সমালোচনা হবে বৈকি। আর এমনটাই করেছেন তিনি।
বুধবার চিরঞ্জীবী বলে বসেন, ‘বংশের ধারা বজায় রাখতে, উত্তরাধিকার এগিয়ে নিয়ে যেতে তিনি নাতিই চেয়েছিলেন।’ আর এমন মন্তব্যের পরই তাঁকে আম-আদমির সমালোচনার মুখে পড়তে হয় তারকাকে। এমনকি চিরঞ্জীবীর তুলোধনা করতে ছাড়েননি বিরোধীরাও। কংগ্রেস সাংসদ জেবি মাথার থেকে শুরু করে সিপিআইএম নেত্রী বৃন্দা কারাতও এমন মন্তব্যে চিরঞ্জীবীর বিরুদ্ধে সমালোচনার সুর চড়িয়েছেন।
কংগ্রেস সাংসদ জেবি মাথার বলেন যে চিরঞ্জীবীর মন্তব্য ‘দুঃখজনক এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক’। তাঁর কথায়, '... এটা খুবই দুঃখজনক... অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বিবৃতি যে শুধুমাত্র পুত্র সন্তানই বংশের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যেতে পারে। ছেলে ও মেয়ে, দু'জনেই আমাদের সম্পদ। আমরা দুজনের জন্যই গর্বিত। আমাদের বরং আশা করা উচিত যে তারা সকলের সঙ্গে ভালো ব্যবহার করবে, তারা এমন ব্যক্তি হবে যারা সমাজের জন্য ভাল কাজ করবে।'
একইভাবে চিরঞ্জীবীর মন্তব্যের তীব্র নিন্দা করেন সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত। বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক যখন সুপরিচিত ব্যক্তিত্বরা এই ধরনের উদ্ভট এবং লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করেন।’
তাঁর কথায়, ‘এদেশে লিঙ্গের অনুপাতে এখনও লোকজন অস্বাভাবিকভাবে পুত্রসন্তান নিয়ে পক্ষপাতদুষ্ট। সেখানে সুপরিচিত ব্যক্তিত্ব, যাঁদের মতামত সাধারণের মধ্যে প্রভাব ফেলে, তাঁরা যখন এমন উদ্ভট, লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করেন, তখন তা সত্যিই অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং হতাশার বিষয়।’
বৃন্দা কারাত আরও বলেন, ‘আমি মনে করি না যে চিরঞ্জীবীর মতো ব্যক্তির কাছে এমনটা আশা করা উচিত। তাঁর বিষয়টি সংশোধন করা উচিত। হয়ত তিনি হালকা মেজাজে এমন মন্তব্য করেছেন। তবে আমাদের দেশের বেশিরভাগ মানুষ এই জাতীয় পুত্র সন্তান চাই সংস্কৃতিতেই বিশ্বাস করেন। এখনও এমন সংস্কৃতি রয়েছে যেখানে পুত্রবধূকে পুত্র জন্ম দেওয়ার জন্যই চাপ দেওয়া হয়। তাই এর মারাত্মক পরিণতি হয়েছে। এখানে এখনও লোকজন মহিলাদের লিঙ্গ নির্ধারণ পরীক্ষা করে এবং কন্যা ভ্রূণের গর্ভপাত করাতে বাধ্য করে’।
ঠিক কী বলেছেন চিরঞ্জিবী?
মঙ্গলবার হায়দরাবাদের একটি সিনেমা সংক্রান্ত অনুষ্ঠানে চিরঞ্জীবী নাতনিদের সঙ্গে নিজের একটি ছবি দেখান এবং মজা করে বলেন যে তিনি ‘একজন মহিলা হোস্টেলের ওয়ার্ডেন। তাঁর বাড়িতে শুধুই নাতনি।’
চিরঞ্জীবী বলেন, তিনি নাকি রামচরণ-কে বলে রেখেছিলেন, ‘এবার বাড়িতে একটা ছেলে চাই। বাড়িতে এত মেয়ে, চারদিকে শুধুই নাতনি। বাড়ি ফিরলে মনে হয় লেডিস হস্টেলে আছি। তাই রাম চরণকে বলেছিলাম আমাদের পারিবারিক উত্তরাধিকার বজায় রাখার জন্য একটা ছেলে চাই। কিন্তু ভয়ে ছিলাম মেয়েই হবে। যদিও এখন নাতনি আমাদের চোখের মণি।’
চিরঞ্জীবীর এমন মন্তব্যের পরই শোরগোল পড়ে যায়।