বাংলা নিউজ > বায়োস্কোপ > Sean Banerjee: 'বিরতি সইছে না', কবে ছোটপর্দায় ফেরার ইঙ্গিত দিলেন শন?

Sean Banerjee: 'বিরতি সইছে না', কবে ছোটপর্দায় ফেরার ইঙ্গিত দিলেন শন?

কবে ছোটপর্দায় ফেরার ইঙ্গিত দিলেন শন?

Sean Banerjee: ফের ছোট পর্দায় ফিরছেন শন বন্দ্যোপাধ্যায়। বহুদিন তাঁকে পর্দায় দেখা যায়নি। তবে পর্দায় না থাকলেও তিনি বর্তমানে একটি জরুরি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।

কিছুদিন আগেই শন বন্দ্যোপাধ্যায় লন্ডন থেকে ফিরে এসেছেন। সেখানে একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। সঙ্গে থাকবেন ঋষভ বসুও। ছবিটির পরিচালনা করেছেন রবিন নাম্বিয়ার। ফলে দুই নায়ক এবং এক নায়িকার উল্লেখ শুনেই আশা করি বুঝতে পারছেন এটি একটি ত্রিকোণ প্রেমের গল্প হতে চলেছে। কিন্তু বড়পর্দায় নয়, ছোট পর্দায় তিনি কবে ফিরছেন? জানা গিয়েছে লন্ডন থেকে ফিরে তিনি দিল্লিতে ছিলেন। সেখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলেন তিনি। এবার সেখান থেকে তিনি মুসৌরির উদ্দেশে রওনা দিলেন।

শন বন্দ্যোপাধ্যায় নৈনিতালের শেরউড কলেজ থেকে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। প্রয়াত অভিনেত্রী সুপ্রিয়া চৌধুরীর ছোট নাতি সেখানে ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছেন। বরাবরই তিনি লেখাপড়ায় ভালো ছিলেন। তাই অভিনয় জগতের সঙ্গে যুক্ত হলেও তিনি পড়াশোনার সঙ্গে সমান তালে নিজের যোগ রেখে চলেন। টিভি৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ' শেক্সপিয়রের উপর একটা আর্কাইভ এর কাজে ব্যস্ত আছি। বহুদিন ধরেই এই কাজটা পেন্ডিং আছে। আমার সঙ্গে এই কাজে যুক্ত আছেন আরেক অভিনেতা, ঋতব্রত মুখোপাধ্যায়। আমরা দুজন নই, গোটা পৃথিবীর বহু অভিনেতাই এই কাজের সঙ্গে যুক্ত আছেন। আমাদের শেক্সপিয়রের বহু মনোলগ দেওয়া হয়েছে। সেই মনোলগগুলো আমাদের অভিনয় করতে দেওয়া হয়েছে। এখন আমরা সেই কাজ করছি।'

কিন্তু কেন কাদের জন্য শন বন্দ্যোপাধ্যায়রা এই কাজ করছেন? সেই বিষয়ে তিনি খোলসা করে কিছু বলেননি। তবে এটুকু জানা গিয়েছে তিনি এই কাজের সঙ্গে ভীষণ ভাবে জড়িয়ে পড়েছেন। আপাতত তাঁর ধ্যান জ্ঞান শেক্সপিয়র।

কিন্তু অন্যান্য কাজ, বড়পর্দার কাজ তো চলছে, ছোট পর্দায় তাঁকে আবার কবে দেখা যাবে? সেই গত বছর তাঁকে শেষবার মন ফাগুন ধারাবাহিকে দেখা গিয়েছিল। সেটা শেষ হয়েছে যে বছর ঘুরে গিয়েছে। এই বিরতি কবে থামবে? এই বিষয়ে জানা গিয়েছে ২০২৩ সালের শেষের দিকেই তাঁকে আবার ছোট পর্দায় দেখা যাবে। অভিনেতার কথায়, 'বিরতি আর সইছে না। এই বছরের শেষের সিরিয়ালে আসছি।'

শন বন্দ্যোপাধ্যায়কে আমি সিরাজের বেগম, এখানে আকাশ নীল ধারাবাহিকে দেখা গিয়েছে।

বন্ধ করুন