রবিবার সকালে গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার বাংলা টেলিভিশনের অভিনেত্রীর দেহ। ‘আমি সিরাজের বেগম’-এর ‘লুৎফা’ পল্লবী দে-র ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রেমিকাকে ওভাবে দেখে থানায় খবর দেন সাগ্নিক চক্রবর্তী। অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর খবরে চাঞ্চল্য টলিপাড়ায়।
২০১৮ সালের ১০ ডিসেম্বর স্টার জলসায় সম্প্রচারিত হয়েছিল ‘আমি সিরাজের বেগম’। ধারাবাহিকে মুখ্য চরিত্রে ছিলেন শন বন্দ্যোপাধ্যায় এবং পল্লবী দে। তাঁদের জুটি প্রচুর ভালোবাসা কুড়িয়েছিল দর্শকমহলে। প্রথম ধারাবাহিকের নায়িকার আচমকা মৃত্যুর খবরে রীতিমতো ধাক্কা খেয়েছেন শন। আরও পড়ুন: Pallavi Dey death: এত ভালো মুহূর্তের ছবি পোস্টের পরে কী করে একজন চলে যায়? প্রশ্ন ‘দাদা’ জয়জিতের
সংবাদমাধ্যমকে অভিনেতা জানিয়েছেন, খবরটা শুনে বড়সড় ধাক্কা খেয়েছেন তিনি। এমনটা হবে তিনি কখনও ভাবতে পারেননি। ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিক শেষ পর অভিনেত্রীর সঙ্গে তেমন একটা টাচে ছিলেন না বলে জানিয়েছেন। অভিনেতার কথায়, ‘আমি জানি না ওর সঙ্গে কী হয়েছে। শুনেছিলাম নতুন প্রজেক্ট করছে। সহ-অভিনেত্রী ছিল পল্লবী খুবই ভালো ছিল।’
শন বলেন, খুবই ভালো, মিষ্টি একটা মেয়ে ছিল পল্লবী। অত্যন্ত পেশাদার ছিল। ‘আমি সিরাজের বেগম’-এর পুরো জার্নিটা খুবই ভালো ছিল।