জুনায়েদ খান এবং খুশি কাপুর দুজনেই OTT প্ল্যাটফর্মে কাজ করেছেন। তবে বড়পর্দায় এই প্রথমবার কাজ করলেন তাঁরা। বিগত বেশ কয়েক দিন ধরে ‘লাভিয়াপ্পা’ সিনেমার প্রচারে ব্যস্ত থাকতে দেখা যায় এই দুই তরুণ তরুণী তারকাকে। তবে ক্যামেরার সামনে মাঝে মাঝে জুনায়েদকে এমন কিছু বলতে শোনা যায়, যা পরবর্তীকালে একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে সিনেমার প্রচারের জন্য হাজির হয়েছিলেন জুনায়েদ খান, খুশি কাপুর এবং আশুতোষ রানা। সিনেমা প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনুষ্ঠানের সঞ্চালিকা যখন জুনায়েদকে প্রশ্ন করেন, মহারাজের পর দ্বিতীয় প্রজেক্ট শুরু করার আগে কেন এতদিন বিরতি নিয়েছিলেন তিনি? মনের মতো স্ক্রিপ্ট তিনি কি পাননি?
আরও পড়ুন: ৫ বছর পর অবশেষে মুক্তি পেল ‘মায়ানগর’, সিনেমার গল্প ফাঁস করলেন পরিচালক নিজেই
আরও পড়ুন: ভ্যালেন্টাইন্স উইকেন্ডেও বাড়ি থাকার প্ল্যান? সঙ্গীকে নিয়ে OTT-তে দেখুন এই ৬ সিনেমা
সঞ্চালিকা এই প্রশ্নে কিছুটা অবাক হয়ে যান জুনায়েদ। কিছুটা বিরতি নিয়ে বেশ হাসিমুখে তিনি বলেন, আমার কাছে প্রচুর স্ক্রিপ্ট আসে না, তাই স্ক্রিপ্ট বেছে নেওয়ার প্রশ্ন আসে না। মহারাজের পর আমার কাছে এই সিনেমার অফার এসেছিল, আমি সাইন করি। সদা স্পষ্টবাদী অভিনেতা জুনায়েদের মুখে এই কথা শুনে রীতিমতো অবাক হয়ে যান সকলে।
জুনায়েদ হয়তো প্রথম কোনও ব্যক্তি, যিনি নিজের কাজ না থাকার বিষয়টি অকপটে স্বীকার করে নিলেন। তবে তারকা সুলভ কোনও বৈশিষ্ট্য জুনায়েদের মধ্যে না থাকার কারণে বেশ অবাক হয়েছেন সকলে। জুনায়েদের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর কমেন্ট বক্সে একজন লিখেছেন, সেকেন্ড হ্যান্ড এমব্যারেসমেন্ট হয়ে গেল এটা দেখে। আপনার উচিত ফাস্ট ফুড বা এমন কোনও জায়গায় কাজ করা যেখানে মানুষের সঙ্গে কথা বলা শেখায়।
আরও পড়ুন: জন্মদিনে অভিষেককে চুমুতে ভরালেন ফারাহ খান, হতবাক হয়ে কী করলেন বার্থডে বয়?
আরও পড়ুন: লাভিয়াপ্পা- এ খুশি-জুনায়েদের অভিনয়ে মুগ্ধ জাভেদ আখতার, ধর্মেন্দ্র, কাজল
অন্য একজন লিখেছেন, প্রথমে বাবার মতো দক্ষতা তৈরি কর। কীভাবে মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করবে সেটা শেখ। বাবার মতো স্মার্ট হওয়ার চেষ্টা কর। তবে একদিকে যেমন জুনায়েদের বোকামির নিন্দা করেছেন অনেকে তেমন অনেকে আবার অভিনেতার সরলতার প্রশংসাও করেছেন।
জুনায়েদের প্রশংসা করে একজন লিখেছেন, পাবলিক ইমেজ তৈরি করার জন্য তুমি যে কোনও মিথ্যে কথা বলো না তাদেরকে খুব ভালো লাগল। অন্য একজন লিখেছেন, অন্য তারকা সন্তানদের মতো আপনার ব্যবহার নয়। আপনি ভীষণ সরল সোজা। তৃতীয় একজন লিখেছেন, আপনি তো এক্কেবারেই আমার মতো!!