Sidharth Malhotra-Kiara Advani Wedding: চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঘোড়া থেকে ব্যান্ড পার্টি সকলেই হাজির হয়ে গিয়েছে। এসেছে ফুল দিয়ে সাজানো বাহারি ছাতাও। দেখুন সিড-কিয়ারার বিয়ের অদেখা ছবি।
1/6চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঘোড়া থেকে ব্যান্ড পার্টি সবই এসে পৌঁছেছে সূর্যগড় প্রাসাদে। করা হয়েছে রাজকীয় সব আয়োজন। দেখুন সিড কিয়ারার বিয়ের প্রস্তুতির অদেখা ছবি।
2/6যে ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবেন সিদ্ধার্থ সেটাও এসে গিয়েছে ইতিমধ্যেই। ঘোড়াটিকেও নানা জিনিস দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। শত হলেও বলিউডের অন্যতম হার্টথ্রব সিদ্ধার্থের বিয়ে বলে কথা! সিদ্ধার্থ নিজে এই ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবেন আর সেটাকে না সাজালে হয়!
3/6হাজির হয়েছে ব্যান্ড পার্টি। ফলে সবটা মিলিয়ে একটা রাজকীয় আবহে যে তাঁদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে সেটা বলা যায়।
4/6যেহেতু সিড-কিয়ারার বিয়েতে বহু তারকারা উপস্থিত থাকবেন সেহেতু নিরাপত্তা ব্যবস্থার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। নিশ্চিদ্র করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
5/6ফুলের ছাতা নিয়ে আসা হয়েছে। রজনীগন্ধা এবং লাল ফুল দিয়ে দারুন ভাবে সাজানো হয়েছে ছাতাগুলো। ব্যান্ড পার্টিদের হাতে সেই বাহারি ছাতাগুলো দেখা যাচ্ছে। ব্যান্ড পার্টির সকলে গোলাপি রঙের পোশাক পরেছেন। সঙ্গে গোলাপি পাগড়ি।
6/6ব্যান্ড পার্টির সদস্যদের সেই বাহারি ফুলে ছাতা নিয়ে সার বেঁধে যেতে দেখা যায়। তাঁরা ছাতা নিয়ে প্রাসাদের মধ্যে প্রবেশ করছেন এমন ছবিই ধরা পড়েছে আমাদের ক্যামেরায়।