Sehwag's Wife Aarti: খুড়তুতো বোনকে বিয়ে, অমত ছিল পরিবারের, এখন ডিভোর্স জল্পনা তুঙ্গে! সেহওয়াগ-পত্নী আরতির পরিচয় কী
Updated: 24 Jan 2025, 05:15 PM ISTদূর সম্পর্কের আত্মীয়কেই বিয়ে করেছিলেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ। আরতির বয়স যখন ৫, সেহওয়াগ যখন ৭, তখন দুজনের প্রথম দেখা। এরপর প্রেম আসে দুজনের মধ্যে। প্রথমদিকে এই বিয়েতে সম্মতি ছিল না পরিবারের। তবে শেষমেশ ভালোবাসার কাছে হার মানে সবরকমের বাধা।
পরবর্তী ফটো গ্যালারি