বাংলা নিউজ > বায়োস্কোপ > Selfiee box office: ৮০ কোটি বাজেটের ‘সেলফি’ ৪ দিনে কত আয় করল? বহু বছর পর এত খারাপ হাল অক্ষয়ের

Selfiee box office: ৮০ কোটি বাজেটের ‘সেলফি’ ৪ দিনে কত আয় করল? বহু বছর পর এত খারাপ হাল অক্ষয়ের

সোমবার আরও কমল সেলফি-র টিকিট বিক্রি। 

সোমবার অক্ষয় কুমার আর ইমরান হাসমির সেলফির আয় আরও কমল। মাত্র ১.১৫ কোটির ব্যবসা করল ছবিখানা। চার দিনের মোট আয় এখন কত?

অক্ষয় কুমার এবং ইমরান হাশমির সিনেমা 'সেলফি' বক্স অফিসে সেভাবে ছাপই ফেলতে পারেনি। চতুর্থ দিনে এসে ছবির ব্যবসার অঙ্ক কমে গিয়েছে ৫৫ শতাংশ। আর সেই হিসেবে সোমবার সবচেয়ে কম সংগ্রহ করল সেলফি।সোমবার অক্ষয় ও ইমরান হাসমির সেলফি আয় করল মাত্র ১.১৫ কোটি।

শুক্রবার মুক্তি পাওয়ার পর প্রথম দিনে অক্ষয়ের ছবির আয় ছিল ১০ কোটির সামান্য বেশি। শুক্রবার ২.৬০ কোটি আয় করেছিল এবং শনিবার ৩.৭৫ কোটি আয় করে। রবিবার তা হয় ৩.৮৫ কোটি। ট্রেড ওয়েবসাইট বক্স অফিস ইন্ডিয়ার মতে, প্রথম সপ্তাহান্তে সংগ্রহ ১০.২০ কোটি। বহুদিন পর এরকম খারাপ পরিস্থিতির মুখে পড়তে হল অক্ষয়কে।

সিনেমাটি মালয়ালম সিনেমা ড্রাইভিং লাইসেন্সের অফিসিয়াল হিন্দি রিমেক। মূল ছবিতে পৃথ্বীরাজ এবং সুরজ ভেঞ্জারমুডু ছিলেন। তাদের ভূমিকা অক্ষয় কুমার এবং ইমরান হাশমি যথাক্রমে একজন সুপারস্টার এবং একজন পুলিশ হিসেবে এই ছবিতে কাজ করেছেন। আরও রয়েছেন নুসরাত ভারুচা ও ডায়ানা পেন্টি। সিনেমাটি করণ জোহরের ধর্ম প্রোডাকশন এবং ম্যাজিক ফ্রেম, পৃথ্বীরাজ প্রোডাকশন, কেপ অফ গুড ফিল্মস এবং স্টার স্টুডিও দ্বারা নির্মিত। পরিচালনায় গুড নিউজ-খ্যাত পরিচালক রাজ মেহতা।

সেলফি-র ভরাডুবি নিয়ে মুখ খুলেছেন অক্ষয় ইতিমধ্যেই। জানিয়েছেন, ‘এটা আমার সঙ্গে প্রথমবার হচ্ছে না। আমার কেরিয়ারের একটা সময় এক টানা ১৬টা ছবি ফ্লপ করেছিল। এরপর এমন একটা সময় গিয়েছে যখন আমার পর পর ৮টা ছবি বক্স অফিসে চলেনি। এখন আবার টানা ৩-৪ টে ছবি বক্স অফিসে চলল না। এটা সম্পূর্ণ আমার ভুলের জন্যই হচ্ছে। দর্শক বদলে গিয়েছে। ফলে সেই অনুযায়ী আপনাকে নিজেকে বদলাতে হবে। নতুন করে শুরু করতে হবে, কারণ দর্শকরা নতুন কিছু দেখতে চাইছে।’

আপাতত অক্ষয় ব্যস্ত 'দ্য এন্টারটেইনমেন্ট কনসার্ট' নিয়ে। আমেরিকার নিউ জার্সিতে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন অক্ষয় কুমার, মৌনি রায়, দিশা পাটানি এবং সোনম বাজওয়া। সোমবার গভীর রাতেই সকলে মুম্বই ছাড়েন।

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন