বাংলা নিউজ > বায়োস্কোপ > Selfiee Box Office Collection: সেলফি বিপর্যয়! তিনদিনে মাত্র ১০ কোটি ব্যবসা করল অক্ষয়ের ছবি!

Selfiee Box Office Collection: সেলফি বিপর্যয়! তিনদিনে মাত্র ১০ কোটি ব্যবসা করল অক্ষয়ের ছবি!

সেলফি বিপর্যয়!

Selfiee Box Office Collection: বক্স অফিসে কোনও ভাবেই মাথা তুলে দাঁড়াতে পারল না অক্ষয়ের সেলফি। প্রথম সপ্তাহান্তে মাত্র ১০ কোটির ব্যবসা করল এই ছবি।

সেলফির অধঃপতন অব্যাহত! শুক্র, শনিবারের পর রবিবারও বাড়ল না এই ছবির ব্যবসা। অক্ষয় কুমারের ফ্লপ ছবির ট্রেন্ড বজায় রইল এখনও। গত শুক্রবার ২৪ জানুয়ারি মুক্তি পায় অক্ষয় কুমার, ইমরান হাশমি অভিনীত ছবি সেলফি। কিন্তু দর্শকরা কেউ সেলফি তুলতে চান না মনে হয়। ফলে সেটার বহিঃপ্রকাশ বক্স অফিসে দেখা যাচ্ছে। এই ছবি যে কেবল ফ্লপ করেছে এমনটা নয়, এটা অক্ষয়ের জীবনের সব থেকে খারাপ ব্যবসা করা ছবির খেতাব পেল।

তরণ আদর্শ সোমবার টুইট করে জানান এই ছবি শুক্রবার অর্থাৎ যেদিন মুক্তি পেয়েছিল ওইদিন ২.৫৫ কোটির ব্যবসা করে। এরপর শনিবার সামান্য বেড়ে সেটা হয় ৩.৮০ কোটি, এবং রবিবার ৩.৯৫ কোটি। অর্থাৎ প্রথম সপ্তাহে এই ছবিটি মোট ১০.৩০ কোটি টাকার ব্যবসা করে বক্স অফিসে। এমনটাই তরণ আদর্শ তাঁর টুইটে জানিয়েছেন।

একই সঙ্গে তিনি আরও একটি টুইট করেন যেখানে তিনি জানান ন্যাশনাল চেনে এই ছবি কত ব্যবসা করেছে। তাঁর পোস্ট থেকে জানা যায়, পিভিআরে এটি প্রথম দিন ৬৪ লাখ, শনিবার ৮৭ লাখ এবং রবিবার ৯৬ লাখ টাকার ব্যবসা করে। অন্যদিকে আইনক্সে ৪৩ লাখ, ৬০ লাখ এবং ৬৫ লাখ টাকার ব্যবসা করে এই তিনদিনে। আর সিনেপলিসে এটি ২৬ লাখ, ৩৬ লাখ এবং ৩৬ লাখ টাকার ব্যবসা করে। ফলে এই তিন ন্যাশনাল চেন মিলিয়ে এই তিনদিনে ছবিটি যথাক্রমে ১.৩০ কোটি, ১.৮৩ কোটি এবং ১.৯৭ কোটি টাকার ব্যবসা করেছে।

এই নিয়ে এটি পঞ্চম ছবি হল অক্ষয়ের যেটি ফ্লপ করেছে। সেই ২০২১ সালে মুক্তি পাওয়া সূর্যবংশীর পর এখনও পর্যন্ত বক্স অফিসে তাঁর এর কোনও ছবিই চলেনি। গত বছর তো তাঁর প্রতিটি ছবিই বক্স অফিসে ধরাশায়ী হয়েছিল।

এই ছবি অক্ষয়, ইমরান ছাড়াও ডায়না পেন্টি, নুসরত ভারুচাকেও দেখা গিয়েছে। ছবিটির পরিচালনা করেছেন রাজ মেহতা।

বন্ধ করুন