বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ সুস্মিতা দে। ‘অপরাজিতা অপু’র সুবাদে তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। অথচ নায়িকার দ্বিতীয় সিরিয়ালে মাত্র তিন মাসেই বন্ধ! জি বাংলার নায়িকার স্টার জলসাতে আসাটাই কাল হল, এমন কথা বলতে শোনা গিয়েছিল বহু সুস্মিতা ভক্তকে। তবে ‘বৌমা একঘর’-এর ব্যর্থতা ভুলে খুব শীঘ্রই নাকি ছোটপর্দায় ফিরছেন সুস্মিতা। তাও স্টার জলসার পর্দা-তেই। হ্যাঁ, টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এই গুঞ্জন।
অগস্ট মাসেই আমচকা বন্ধ হয়ে যায় ‘বৌমা একঘর’। বেজায় মন খারাপ ছিল সুস্মিতা ভক্তদের। কিন্তু অভিনেত্রীর কামব্যাকের জন্য বেশিদিনের অপেক্ষা করতে হল না তাঁদরে। শোনা যাচ্ছে, সাহানা দত্তের নতুন সিরিয়ালে দেখা যাবে সুস্মিতাকে। শীঘ্রই শুরু হবে শ্যুটিং পর্ব।
‘অপরাজিতা অপু’ হিসাবেই অভিনয়ে হাতেখড়ি সুস্মিতার। অল্প কয়েকদিনেই দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছেন সুস্মিতা। শোনা যাচ্ছে, সাহানা দত্তের এই ধারাবাহিকে সুস্মিতার বিপরীতে থাকবেন রাজদীপ গুপ্ত। ‘ওগো বধূ সুন্দরী’ খ্যাত রাজদীপ এই সিরিয়ালের সঙ্গেই দীর্ঘদিন পর ফিরবেন ছোটপর্দায়। ওটিটি প্ল্যাটফর্মের এই হিরোর সঙ্গে শুরুতে জুটি বাঁধার কথা ছিল ‘মহাপীঠ তারাপীঠ’ খ্যাত নবনীতা দাসের। যদিও এখন শোনা যাচ্ছে জিতু কমল ঘরণী নয়, সুস্মিতা দে-কে দেখা যাবে সাহানা দত্তের নতুন সিরিয়ালে।
স্টার জলসায় খুব শীঘ্রই শুরু হবে নীল-তিয়াসার নতুন ধারাবাহিক। সূত্র বলছে চলতি সপ্তাহ থেকে শ্যুটিং পর্বও শুরু করে ফেলেছেন ‘কৃষ্ণকলি’ জুটি। তার মাঝেই স্টার জলসায় আরও এক নতুন সিরিয়াল আসবার খবর। এখন দেখবার চ্যানেলে আগামিতে কী কী পরিবর্তন আসে, নতুন দুই মেগার আগমনে।