টলিপাড়া থেকে একের পর এক ধারাবাহিক বন্ধের খবর মিলেছে গত কয়েকমাসে। ‘অপরাজিতা অপু’, ‘উমা’র পর আরও এক ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার খবর মিলছে। টলিপাড়ায় ভিতরের ফিসফাস পুজোর পর তিনটে নতুন ধারাবাহিক আনবে জি। টিআরপি তালিকায় সেরার স্থান হাতছাড়া হয়েছে কিছুদিন হল। তা ফিরে পেতেই বদ্ধপরিকর তারা।
বেশ কয়েকদিন ধরে ‘পিলু’কে নিয়ে একাধিক ট্রোল সোশ্যালে। আর হবে নাই বা কেন, দর্শকরা বহুদিন ধরে অভিযোগ করে আসছে দুই কেন্দ্রীয় চরিত্র পিলু আর আহিরের থেকে নজর ঘুরে গিয়েছে সিরিয়ালের নির্মাতাদের। এখন সেই রঞ্জা মল্লারকে নিয়েই আসছে গল্পে মোড়। আর পিলু-আহির হয়ে গিয়েছে সাইড ক্যারেক্টার। কেউ কেউ তো মজা করে এই ধারাবাহিককে ‘পিলু’র জায়গায় ‘রঞ্জা’ ডাকতেও শুরু করে দিয়েছে। আর এখন শোনা যাচ্ছে, পুজোর পরই শেষ করে দেওয়া হবে ধারাবাহিক। কারণ টিআরপি তালিকায় ফল এখন মারাত্মক খারাপ।
সম্প্রতি এই নিয়ে মুখ খোলেন ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে আহির ওরফে গৌরব রায়চৌধুরী। তিনি জানান, ‘আমিও এরকম একটা খবর শুনছি, তবে আমাকে এখনও চূড়ান্ত কিছু জানানো হয়নি। তাই সঠিক খবর দিতে পারব না।’
কেউ কেউ আবার মস্করা করে বলছেন ‘পিলু’ বন্ধ হলেই তখন মল্লার ওরফে ধ্রুবর হাতে আর কাজ থাকবে না। আর তাই ফিরতে পারবে ‘মিঠাই’তে। মানে সোমদা ফিরবে, তোর্সার জীবনেও একটু প্রেম আসবে। একা একা মোদক বাড়িতে মিঠাই-য়ের জেঠানিকে নাকি দেখতে একদম ভালো লাগছে না কারওরই।
আসলে টিআরপি-র তুলনা করলে ওই একইসময়ে স্টার জলসায় সম্প্রচার হয় ‘নবাব নন্দিনী’র। যা দিনকয়েক আগে শুরু হলেও, দর্শক মনে জায়গা করছে। রিজওয়ান আর ইন্দ্রাণীর জুটিও ভালো লাগছে সকলের। ফলত আশঙ্কা একটা থেকেই যাচ্ছে।