চলতি বছরের জানুয়ারি মাসে ঐশ্বর্য রজনীকান্ত আর ধনুশের বিচ্ছেদের ঘোষণা যেন নড়িয়ে দিয়েছিল সকলকে। এতদিন এই জুটিকে কাপল গোল হিসেবেই দেখা হত। তাই তাঁদের আলাদা হওয়ার সিদ্ধান্ত সেইসময় অনেকেই মন থেকে মেনে নিতে পারেনি। তবে মাঝে আশা দেখা গিয়েছিল যে সবটা ঠিক হয়ে যাবে। আর তাই হল। এখন খবর আসছে, ডিভোর্স হচ্ছে না দক্ষিণের দুই তারকার।
এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। একজন লিখলেন, ‘আমি আশা করছি এই খবর সত্যি। আমরা খুব খুশি হব যদি আপনারা এই সিদ্ধান্ত নিয়ে থাকেন।’ এক টুইটার ব্যবহারকারী প্রশ্ন তুললেন, ‘সত্যি কি ধনুশ আর ঐশ্বর্য এক হচ্ছেন?’
১৮ বছর একসাথে থাকার পর ডিভোর্সের ঘোষণা করেছিলেন ধনুশ আর ঐশ্বর্য। যৌথ বিবৃতি দিয়ে তাঁরা জানিয়েছিলেন, ‘বন্ধু হিসেবে, জুটি হিসেবে, বাবা-মা হিসেবে ১৮ বছরের এই পথ চলা। সফরটা ছিল মানুষ হিসেবে বেড়ে ওঠার, একে অপরকে বুঝে ওঠার, মানিয়ে চলার। আজ আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি, যেখানে আমরা বুঝতে পারছি এবার আমাদের পথ আলাদা হওয়াটাই ভালো। আমি আর ঐশ্বর্যা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যুগল হিসেবে এতদিন থেকেছি। এবার নিজেদের নিজেদেরকে বোঝার পালা’।
এরপর শোনা যেতে থাকে মেয়ে-জামাইকে এক করতে হাল ধরেছেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত স্বয়ং। রজনীকান্ত ঘনিষ্ঠ এক সূত্র সেই সময় মিডিয়াকে জানিয়েছিলেন, ‘মেয়ের ঘর ভেঙে যাওয়া রজনীস্যারের উপর মারাত্মক প্রভাব ফেলেছে। তিনি জোর দিচ্ছেন যাতে এই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত সাময়িক হয়। মেয়েকে বারবার অনুরোধ করছেন মিটিয়ে নিয়ে বিয়ে ঠিক করার।’
২০০৪ সালে বিয়ের করেন তাঁরা। দুই ছেলের নাম যাত্রা আর লিঙ্গ। খবর ছিল, কাজের জন্য ধনুশ এতটাই ব্যস্ত থাকেন যে পরিবারকে সময় দিয়ে উঠতে পারতেন না। দুই ছেলে মায়ের কাছেই মানুষ হত। রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যও একজন সফল পরিচালক। কিন্তু তিনি পরিবার আর কাজ একহাতে সামলান। তাই এরকম সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও আদৌ কি কারণে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তা নিয়ে কেউই মুখ খোলেননি সেইসময়।