বাংলা নিউজ > বায়োস্কোপ > মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থার তদন্ত চলবে, কেরল পুলিশকে নির্দেশ সুপ্রিম কোর্টের

মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থার তদন্ত চলবে, কেরল পুলিশকে নির্দেশ সুপ্রিম কোর্টের

মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থার তদন্ত চলবে, কেরল পুলিশকে নির্দেশ সুপ্রিম কোর্টের'

হেমা কমিটির রিপোর্টানুসারে মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে মহিলা অভিনেতাদের যৌন শোষণের অভিযোগের তদন্ত চালিয়ে যাবে কেরল পুলিশ, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট। 

গত বছরের অগস্টে প্রকাশ্যে আসে বিচারপতি হেমা কমিটির রিপোর্ট। যে কমিটি কার্যত ধস নামিয়ে দিয়েছে মালায়ালি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। মলিউডের অভিনেতা সিদ্দিকী, পরিচালক রঞ্জিত বালকৃষ্ণন-সহ একাধিক খ্যাতনামীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠে এসেছে এই রিপোর্টে। 

এই কমিটির রিপোর্টানুসারে কেরল হাইকোর্ট গত বছরই কেরল পুলিশকে এফআইআর রুজু করার নির্দেশ দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পিটিশন দায়ের করা হয় সুপ্রিম কোর্টে, এদিন সেই আবেদন পত্রপাঠ খারিজ করল দেশের শীর্ষ আদালত। 

মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে মহিলা অভিনেতাদের যৌন শোষণের অভিযোগে কেরল পুলিশের চলমান ফৌজদারি প্রক্রিয়া আটকাতে অস্বীকার করেছে শীর্ষ আদালত। একজন চলচ্চিত্র নির্মাতা এবং দুই মহিলা অভিনেতার দায়ের করা আবেদন খারিজ করে দিল বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। আদালত নির্দেশ দিয়েছে যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) এর অধীনে বলবৎ ফৌজদারি আইন অনুসারে, পুলিশ কোনও আমলযোগ্য অপরাধের অভিযোগের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যেতে সক্ষম। 

জাস্টিস নাথের পাশপাশি সঞ্জয় করোল ও সন্দীপ মেহতাকে নিয়ে গঠিত এই বেঞ্চ বলেছে, ‘একবার যখন তথ্য পাওয়া যায় বা অন্য কিছু হয় এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সন্দেহ করার কারণ থাকে যে কোনও আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে, তাহলে বিএনএসএস-এর ১৭৬ ধারা অনুযায়ী আইন অনুযায়ী তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া তাঁর কর্তব্য। পুলিশকে আইন অনুযায়ী কাজ করতে বাধা দেওয়া বা বিরত রাখার কোনো নির্দেশনা থাকতে পারে না’।

আদালত সাক্ষী হিসাবে কমিটির সামনে সাক্ষ্য দেওয়া নির্যাতিতাদের উচ্চ আদালতে তাদের অভিযোগ উত্থাপন করতে বলেছে এবং হাইকোর্টকে অনুরোধ করেছে গোটা বিষয়টি মনিটর করতে। 

আবেদনকারীদের একজন – চলচ্চিত্র নির্মাতা সাজিমন পারাইল যুক্তি দিয়েছিলেন যে কমিটির সামনে সাক্ষ্য দেওয়া সাক্ষীদের কেউই পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে রাজি নন।  অন্য দুই আবেদনকারী, যারা মেক-আপ আর্টিস্ট, দাবি করেছেন যে বিচারপতি হেমা কমিটির সামনে তাদের সাক্ষ্য দেওয়ার পর থেকে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) তাদের সাক্ষ্য দিতে এবং বয়ান রেকর্ড করতে বলছে। তবে তারা ফৌজদারি মামলা চালিয়ে যেতে আগ্রহী ছিল না। শীর্ষ আদালত আবেদনকারীদের উচ্চ আদালতে তাদের অভিযোগ উত্থাপন করার নির্দেশ দিয়েছে যাতে সিটের সামনে অকারণে তাঁদের সাক্ষ্য দিতে বাধ্য না করা হয়। 

রাজ্য শীর্ষ আদালতে জানিয়েছিল যে নির্যাতিতাদের এগিয়ে আসার জন্য চাপ দেওয়া হচ্ছে এবং প্রাথমিক তদন্তের পরে, হেমা কমিটির অনুসন্ধানের ভিত্তিতে ২৬ টি এফআইআর দায়ের করা হয়েছে। হাইকোর্টের আদেশে কমিটির সামনে সাক্ষ্য দেওয়া অভিনেত্রীদের বক্তব্য অনুসারে পুলিশকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি হেমা কমিটির রিপোর্ট ২০১৭ সালে তৈরি করা হলেও অনেক বিলম্বের পর গত বছর অগস্টে তা জনসমক্ষে আনা হয়।

বায়োস্কোপ খবর

Latest News

চোরকে জেরা করে চোরাই গরুর হদিশ মিলল নেতার গোয়ালে! বড় অভিযানে পুলিশ, কোথায় ঘটল? চেম্বারেই খুন ‘হাতুড়ে’, এমন প্রতিষ্ঠান থেকে আসল ডাক্তারদের দূরে থাকতে বলল IMA রানের পাহাড় গড়ে RR-কে হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে SRH,ম্যাচ হেরে KK-এর হাল কী? কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা PM কার্নির, আর ক'দিন পরই ভোট জোড়া খেতাব রুতুরাজের, চিপকে ম্যাচের সেরা কে?- পুরস্কার তালিকা ও প্রাইজ মানি দোকান খোলার মুহূর্তে ওষুধ ব্যবসায়ীর বুকে গুলি! মাদক-প্রতিবাদের জের? পুলিশ বলছে.. ৪৩-এও কী ক্ষিপ্রতা! ০.১২ সেকেন্ড সূর্যকুমারের স্টাম্প উড়িয়ে দিলেন ধোনি- ভিডিয়ো উজ্জ্বল ত্বক চান? এই ৬টি ফল রোজ খান বেশি করে চিংড়ির পদ দিয়ে ভাত মেখে তৃপ্তির মধ্যাহ্নভোজ, তারপরই মৃত্যু কিশোরের! ম্যাচ জেতানো শতরানে ইশান একাই জেতেন চারটি পুরস্কার, কে কত টাকা পকেটে পুরলেন?

IPL 2025 News in Bangla

জোড়া খেতাব রুতুরাজের, চিপকে ম্যাচের সেরা কে?- পুরস্কার তালিকা ও প্রাইজ মানি ৪৩-এও কী ক্ষিপ্রতা! ০.১২ সেকেন্ড সূর্যকুমারের স্টাম্প উড়িয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ম্যাচ জেতানো শতরানে ইশান একাই জেতেন চারটি পুরস্কার, কে কত টাকা পকেটে পুরলেন? অনেক বেশি স্বাধীনতা পাওয়া যায়… IPL-এ প্রথম সেঞ্চুরি হাঁকিয়েই MI-কে ঠুকলেন ইশান ‘বাঙালিরাই যদি…’! আইপিএল উদ্বোধনে বাংলায় গান গাইলেন না শ্রেয়া, আক্ষেপ চিরঞ্জিতের আইপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখের সঞ্চালনা নিয়ে বিরক্ত একাংশ IPL-এ নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড করল RR, তবু SRH-এর কাছে ৪৪ রানে হার সঞ্জুদের পিচে স্পিন না হলে,রাসেল কীভাবে আউট হলেন?রাহানেকে পালটা জবাব ইডেনের পিচ কিউরেটরের শতরান করে আগ্রাসী সেলিব্রেশন ইশানের,জবাব দিলেন কাকে- আগরকার নাকি নীতা আম্বানিকে? ১ রানের জন্য রেকর্ড হাতছাড়া, IPL-এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস গড়ল SRH

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.