অন্তঃসত্ত্বা অভিনেত্রী সোনম কাপুর। সমাজে এখনও পুরুষের লোলুপ নজর বিদ্যমান, এমনকি সোশ্যাল মিডিয়াতেও চোখে পড়ে- সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন অভিনেত্রী। ‘পিতৃতান্ত্র’ নিয়ে মুখ খুলেছেন তিনি। সাম্যের বুলি আওড়ানোর আগে এই বিষয়টাকে ভেঙে ফেলার প্রয়োজন মন্তব্য তাঁর।
সঞ্জয় লীলা বানসশালির ‘সাওয়ারিয়া’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন সোনম। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন রণবীর কাপুর। প্রায়ই নারীবাদী কারণ ও আদর্শের প্রতি সমর্থন জানাতে দেখা যায় সোনমকে। সম্প্রতি এক টুইটে তিনি লিখেছিলেন, ‘আমার জন্য নারীর ক্ষমতায়ন খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিশেষ করে, বিশ্বের এমন একটি প্রান্ত থেকে আমি এসেছি যেখানে নারীরা সর্বদাই দ্বিতীয় শ্রেণির নাগরিক।’
সম্প্রতি ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিবর্তন নিয়ে কথা বলেছেন সোনম। হিন্দি সিনেমায় নারীদের অবদানের কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমাদের সর্বদাই পুরুষদের লোলুপ নজরের কথা মাথায় রেখে দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে দেখানো করা হয়। যা হতাশাজনক।’
অভিনেত্রী আরও বলেন, ‘ইনস্টাগ্রামে একটি সুন্দর পোশাক পরা ছবি পোস্ট করলে যাতটা না লাইক পাই, নিজের সেক্সি ছবি পোস্ট করলে বেশি লাইক আসে।’ এমনকি তাঁর দাবি, বডিস্যুট পরে গর্ভাবস্থার ঘোষণা করেছিলেন তিনি, সেই পোশাক নিয়েও নাকি সামালোচনা হয়েছে।
প্রথমবার অন্তসত্ত্বা হওয়ার বিষয়েও সাক্ষাৎকারে কথা বলেছেন সোনম। তিনি বলেন, ‘কঠিন—কেউ আপনাকে বলবে না কতটা কঠিন। সবাই আপনাকে বলবে কতটা চমৎকার।' গর্ভাবস্থায় সুস্থ থাকার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আপনি যদি নিজের মধ্যে অন্য জীবন বয়ে বেড়াতে চান তবে নিজেকে সম্মান দিতে হবে।’
স্বামী আনন্দ আহুজার সঙ্গে একাধিক ছবি পোস্ট করে দিন কয়েক আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন সোনম। স্বামী আনন্দ আহুজার কোলে মাথা রেখে, বাম্প-সহ ছবি শেয়ার করেছেন তিনি। নেটমাধ্যমে ছবি পোস্ট করে সোনম কাপুর লিখেছেন, 'চারটে হাত তোমায় বড় করার জন্য, নিজেদের সেরাটা দিয়ে। যারা তোমার প্রতিটা পদক্ষেপে একসঙ্গে চলবে। যারা তোমার পাশে থেকে তোমায় ভালোবাসা দেবে। তোমাকে স্বাগত জানানোর জন্য তর সইছে না।’