সদ্যই সাতপাকে বাঁধা পড়লেন গৌতম আদানির ছেলে জিৎ আদানি। ৭ ফেব্রুয়ারি বিয়ে করলেন দিভা জ্যাসমিন শাহকে। আর তাঁদের বিয়েতে এক বিশেষ, থুড়ি অদ্ভুত উপহার দিলেন জিতের বন্ধু তথা শাদি ডট কমের CEO অনুপম মিত্তল।
কী জানালেন অনুপম?
এদিন শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার অন্যতম বিচারক অনুপম মিত্তল জানিয়েছেন তিনি তাঁর বন্ধু জিৎ আদানির বিয়েতে এক অদ্ভুত উপহার দিলেন। আর সেটা হল বহু বছর আগে শাদি ডট কমে জিতের বন্ধুরা মজা করে তাঁর এই প্রোফাইল বানিয়েছিলেন সেটাকে তিনি ডিলিট করে দিলেন। আর এটাই হল জিতের বিয়ের উপহার তাঁদের পক্ষ থেকে।
এই বিষয়ে ঘোষণা করে এদিন এক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে অনুপম মিত্তল লেখেন, 'যেমনটা কথা দিয়েছিলাম আমাদের তরফে একটি ছোট্ট বিয়ের উপহার তোমার আর দিভার জন্য। আমরা এবার তোমার প্রোফাইল শাদি ডট কম থেকে ডিলিট করে দিয়েছি। কারণ তুমি শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ায় অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছ।' আর এই পোস্টের সঙ্গে অনুপম জুড়ে দিয়েছেন একটি স্ক্রিনশট যেখানে দেখা যাচ্ছে নো প্রোফাইল ফাউন্ড দেখাচ্ছে যখন জিৎ আদানি বলে সার্চ করা হচ্ছে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো আদানি গ্রুপের এই আইকন শাদি ডট কমের CEO কে শার্ক ট্যাঙ্কের বিয়ন্ড দ্য ট্যাঙ্ক বিভাগে অনুরোধ করেছিলেন যাতে তাঁর এই প্রোফাইল উড়িয়ে দেওয়া হয়। সেখানেই জিৎ আদানি অনুপম মিত্তলকে জানিয়েছিলেন যে তাঁর বন্ধুরা মজা করে তাঁর নামে এই অ্যাকাউন্ট বানিয়েছিলেন যখন তিনি স্কুলে পড়তেন।
এই বিষয়ে জিৎ জানিয়েছিলেন, 'ক্লাস ৭, ৮ এর ছেলেদের জানোই কেমন হয়। সব জায়গায় ঘোঁট পাকিয়ে, মজা করত। তুমি তোমার ওয়েবসাইটে গেলে জিৎ আদানির নামে একটা প্রোফাইল দেখতে পারবে সেটা এক বন্ধু বানিয়েছিল আমার। আমি জানি না ওখানে কার নম্বর, ইমেল আইডি দেওয়া আছে। কিন্তু প্রোফাইল এখনও আছে। প্লিজ ওটা ডিলিট করে দাও। আমার এবার বিয়ে হচ্ছে, এদিকে আপনার শাদি ডট কমে আমার অ্যাকাউন্ট আছে।' তিনি জানান তিনি একাধিকবার চেষ্টা করেছিলেন সেই প্রোফাইল ডিলিট করতে কিন্তু পারেনি। অবশেষে সেটাই তিনি উপহার হিসেবে বিয়েতে পেলেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, কোটিপতি গৌতম আদানির ছেলে জিৎ ৭ ফেব্রুয়ারি বিয়ে করেন দিভা জ্যাসমিন শাহকে। তাঁদের বিয়ের ছবি নিজেই এদিন শেয়ার করেন করেছেন জিৎ।