বাবার দেখানো পথে হেঁটেই শানের ছেলে মাহি সঙ্গীতের জগতে পা রাখলেন। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর সিঙ্গল গান সরি। গোটা বিষয় নিয়ে কী মতামত বা অনুভূতি মাহির? এই প্রসঙ্গে এই ১৯ বছরের এই যুবক জানান, 'আমি অনেক ছোট থেকেই এটার স্বপ্ন দেখে আসছি। এই গানটা আমার খুব কাছের যেহেতু এটা আমার প্রথম গান। কিন্তু তার থেকেও জরুরি এই গানের মধ্যে দিয়ে যে বার্তা দিতে চেয়েছি সেটা।' বাবার কতটা অবদান আছে তাঁর কেরিয়ারে? এই প্রসঙ্গে মাহি শানের ব্যাপারে জানান, 'আমার বাবা সবসময়ই আমার মন কী চাইছে সেটা শুনে কাজ করার কথা বলেছে। আমি মন দিয়ে যা করে খুশি থাকব বাবা সেটাতেই খুশি।'
আরও পড়ুন: ৬৫ - তে পা অপুর সংসারের! সৌমিত্রের বিপরীতে প্রথম ছবিতে শর্মিলা কত পারিশ্রমিক পেয়েছিলেন জানেন?
পলাশ সেনের ছেলে কিংশুক সেন কিন্তু বাবার মতো গানের জগতে পা রাখেননি। তিনি বরং সিনে জগতে পা রাখতে চলেছেন। যদিও যে মিউজিক্যাল ভিডিয়োর মাধ্যমে ডেবিউ করতে চলেছেন সেটা তাঁর বাবারই গান। নিজের প্রথম কাজ প্রসঙ্গে কিংশুক জানিয়েছেন, ' বাবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বরাবরই ভীষণ স্পেশ্যাল। আমি ওঁর চিরকাল অন্ধ ভক্ত ছিলাম, আছি। উনি যে শিল্পী হিসেবে গোটা বিষয়টা সুন্দর ভাবে ভেবে রাখেন সেটা নয় একই সঙ্গে ওঁর কাজের এথিক্স ভীষণ ভালো।'
ডালের মেহেন্দির ছেলে গুরদীপ মেহেন্দি এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন শীঘ্রই। এছাড়া লিরিসিস্ট সমীর অঞ্জনের ছেলে সিদ্ধেশ পাণ্ডে বাবা বা দাদুর মতো গান লেখার ধারপাশ দিয়ে যাননি। বরং ক্যামেরার পিছনে থেকেই পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। এবং পরিচালক হিসেবে শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছেন। ইতিমধ্যেই তাঁর প্রথম তথ্যচিত্রের শ্যুটিং সেরে ফেলেছেন তিনি। খালি সেই ছবি মুক্তির অপেক্ষা এখন।