নিজের গান দিয়ে লাখ লাখ দর্শকের মনে জায়গা করে নিয়েছেন শান। তবে এবার ট্রোলের মুখে পড়লেন নেটিজেনদের সকলের ভালোবাসার এই মানুষটাই। আর ‘অপরাধ’ ভাগ নিয়েছিলেন তিনি ইফতার পার্টিতে। শুনতে হল ‘কাফের’।
সম্প্রতি, শান মুম্বইয়ের পরিবেশবিদ আসিফ ভামলার ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে শানকে ২০০৬ সালের হিট ছবি ফানা থেকে তার আইকনিক ট্র্যাক ‘চাঁদ সিফারিশ’ এর কয়েকটি লাইন গাইতে দেখা যাচ্ছে। যেটিতে আমির খান এবং কাজল অভিনয় করেছিলেন।
ক্লিপটিতে দেখা যাচ্ছে, শান গায়ক স্টেবিন বেনের সঙ্গে মঞ্চ ভাগ করে নিচ্ছেন। শান পরে ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন এবং সকলকে রমজানের শুভেচ্ছা জানান। তারকাখচিত এই অনুষ্ঠানে ছিলেন স্টেবিন বেন, উমর রিয়াজ, সমাজকর্মী সীমা সিং এবং অভিনেত্রী অলংক্রিতা সাহাইও।
আরও পড়ুন: এই ছোট্ট একটা কারণেই নাকি ভাঙল চাহাল-ধনশ্রীর সংসার… আর সেটা পরকীয়া নয়! তাহলে?
শানকে এদিন দেখা যায়, অল হোয়াইট লুকে। এমনকী, মাথাতেও ছিল সাদা টুপি। গলায় জড়িয়েছিলেন সবুজ কাপড়। একটি পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়ো শেয়ার হতেই, রে রে করে তেড়ে এলেন নেটিজেনরা। একজন লিখলেন, ‘কাফের’। অপরজনের মন্তব্য, ‘কোনো দিন কোনো মুসলিমকে দেখেছেন হিন্দু উৎসবে সামিল হতে?’ তৃতীয়জন লিখলেন, ‘বলিউডের এই প্রতিবছরের নাটক!’
আরও পড়ুন: বাংলা সিরিয়ালের নামি অভিনেতা, সদ্য বিয়ে করেন গোপনে, কোভিডে অর্থাভাবে বিক্রি করেন সবজিও, বলুন তো কে?
আরেকজন আবার শানকে কটাক্ষ করে লেখেন, ‘মৌলানা শান’! অন্য আরেকটি মন্তব্য লেখা হয়, ‘কী দরকার ছিল এসব পোশাক পরে যাওয়ার’। অন্য আরেক কটাক্ষ ভরা কমেন্ট, ‘ইসলামকে কেন নিয়ে এসব উপহাস কেন! এসব গান, তাও রমজান মাসে, একটু তো লজ্জা পাও!’ কেউ আবার লিখেন, ‘এসবই মনে হয় পাবলিসিটির জন্য। আজকাল তো কেউ পাত্তা দেয় না’।
আরও পড়ুন: গলায় মালা, পুষ্পবৃষ্টি…! সেমি ফাইনালে আউট, অসমে কীভাবে হল বাঙালি মিশমির ওয়েলকাম
৯০ দশক, ২০০০ এর শুরুর দিকের সময়টা দাপিয়ে বেড়িয়েছেন শান। দিয়ে গিয়েছেন একের পর এক হিট। জিতে নিয়েছেন। তাঁর প্রথম অ্যালবাম ছিল ‘তনহা দিল’।