বাংলা নিউজ > বায়োস্কোপ > গান গাইতে গাইতে অভিনয়! পর্দায় ফিরছেন শান, দেখা যাবে কোন ছবিতে

গান গাইতে গাইতে অভিনয়! পর্দায় ফিরছেন শান, দেখা যাবে কোন ছবিতে

সিনেমায় হাতেখড়ি শানের

Shaan: আর পর্দার পিছনে নয়, এবার পর্দার সামনেই দর্শকদের মুগ্ধ করবেন শান। গানের জগৎ মাতানোর পর এবার তিনি অভিনয় জগতে আবার ফিরতে চলেছেন।

শান্তনু মুখোপাধ্যায় (Shaan), এই নামটা বললে অনেকেই হয়তো চিনবেন তবে ইনি কিন্তু আমাদের টলি, বলি দুই ফিল্ম জগতের অন্যতম খ্যাতনামা শিল্পী। কে ভাবছেন? প্রেমের কাহিনির রিমঝিম এ ধারাতে যে গানটি গেয়েছিলেন সেই শান। হ্যাঁ, তাঁকে এখন স্টার জলসার পর্দায় দেখা যাচ্ছে, তাও সুপার সিঙ্গারের বিচারকের আসনে, তবে আপনি কি জানেন উনি এবার আবার অভিনয় জগতে ফিরতে চলেছেন?

পর্দার পিছনে থেকে একটার পর একটা হিট গান উপহার দিয়েছেন, তাঁর গানের জাদুতে আপামর ভারতবাসীকে মুগ্ধ করেছেন, এবার তিনি আবার আসছেন অভিনেতা হয়ে ধরা দিতে। অভিনয় জগতে কামব্যাক করতে চলেছেন তিনি।

এর আগে একাধিক মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছিল তাঁকে, এবার তাঁকে দেখা যাবে পাপারাও বিয়ালাসের ছবি মিউজিক স্কুলে। এই ছবিতে কাজ করার প্রসঙ্গে শান জানিয়েছেন 'মিউজিক স্কুলের জন্য একটা গান তৈরি করছিলাম। সবেই কাজটা শুরু করেছি, তখনও ভাবিনি যে এই ছবিতে আমি অভিনয় করব।' তিনি আরও বলেন 'আমি যখন এই গান গাই তখন আমার কোনও ধারণা ছিল না যে তাতে আমি অভিনয় করব। তবে পরিচালকের হয়তো মনে হয়েছিল এই চরিত্রটা আমায় সব থেকে বেশি মানাবে। তখন উনিই প্রস্তাবটা দেন।'

ছবিটার গল্প কী সেটা আগে থেকেই জানতেন শান, এরপর যখন পরিচালক তাঁকে চিত্রনাট্য পড়ে শোনান তখন আর না করতে পারেননি গায়ক। এই ছবির অধিকাংশ শ্যুটিং গোয়াতে হয়েছে বলেই জানা গিয়েছে।

এই ছবির একটি গান এই সপ্তাহেই মুক্তি পেতে চলেছে। এখানে শানের সঙ্গে দেখা যাবে শ্রিয়া শরণ, শরমন যোশী, প্রমুখকে। মোট ১১টি গান থাকবে এই ছবিতে। সাউন্ড অব মিউজিক থেকে ৩ টি গান নিয়ে রিঅ্যারেঞ্জ করা হয়েছে এই ছবির জন্য। হিন্দি এবং তেলুগু ভাষায় এই ছবির শ্যুটিং হয়েছে। তামিল ভাষাতেও আসবে এই ছবি, করা হবে ডাব।

বন্ধ করুন