বাংলা নিউজ > বায়োস্কোপ > অনন্যা-ইশানের প্রেমে শিলমোহর দিল শাহিদের মা, হবু বউমাকে নিয়ে কী বললেন জানুন!

বলিউডের দুই নতুন মুখ ইশান খট্টর আর অনন্যা পাণ্ডের প্রেমের খবর অনেকদিন ধরেই হাওয়ায় ভাসছে। আর তা জোরদার হয় শাহিদের জন্মদিনের পার্টিতে যখন পুরো পরিবারের সাথে দেখা মেলে অনন্যারও। এবার এই সম্পর্কে শিলমোহর লাগিয়ে দিলেন ইশানের মা নীলিমা আজিম। ২০২০ সালে ‘খালি-পিলি’তে একসাথে কাজ করেন তাঁরা। তবে প্রেমের ব্যাপারে মুখ খোলেননি। এবার সেই কাজই করে দিল নীলিমা।

অনন্যা পাণ্ডের শেয়ার করা একটি নতুন ছবিতে একটা "wooo" কমেন্ট আর ফায়ার ইমোজি ব্যবহার করতে দেখা যায় নীলিমাকে। হ্যালো অ্যাওয়ার্ডে কালো পোশাকে হাজির হওয়ার ছবি সেটি। অনন্যা পাণ্ডেকে নিয়ে প্রশ্ন করা হলে নীলিমা জানান, ‘ও আমাদের পরিবারের একটা অংশ। ও শাহিদ আর মিরারও খুব ভালো বন্ধু। আর অবশ্যই ছেলে ইশানের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ। আমি এটুকু বলতে পারি ওরা একে-অপরের খুব ভালো সঙ্গী। শুধু তাই নয়, ছেলের বন্ধুদের সাথেও ও খুব ভালো মিশে যায়।’

শুধু তাই নয়, ‘গেহরাইয়া’তে অনন্যার অভিনয়ের প্রশংসাও শোনা যায় নীলিমার মুখে। বলেন, ‘ও শুরু থেকেই নিজের প্রতিভা তুলে ধরেছে। তবে গেহরাইয়া দিয়ে ও যে চমক তৈরি করেছে, তা নিয়ে কোনও কথা হবে না। একঠা শুধু আমি বলছি না, সকলে অনন্যার অভিনয়ের প্রশংসা করেছে। আমি ওর জন্য খুব খুশি।’

এর আগে ইশান আর জাহ্নবীর সম্পর্ক ছিল বলেই খবর। এমনকী, কফি উইথ করণ শো-তে এসে শাহিদ নিজের মুখেই বলেছিলেন কীভাবে তাঁর ভাই সারাদিন নিজের নতুন কো-স্টারের আগেপিছে ঘুরে বেড়ায়। তবে সে সম্পর্ক ভেঙে যাওয়ার পরেই একে-অপরের প্রেমে পড়েন ইশান-অনন্যা বলে খবর।

বন্ধ করুন