৭৭ তম কান ফিল্ম ফেস্টিভ্যালে ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন শান। সঙ্গীত শিল্পী তরুণ প্রজন্মের নতুন তিন পপ তারকাকে কান ২০২৪-এর মঞ্চে পরিচয় করিয়ে দেন। এই তিন পপ তারকার মধ্যেই ছিলেন মাহি, তাঁর ছেলে। ফলে স্বাভাবিক ভাবেই ছেলের জন্য গর্বিত শান। চলচ্চিত্র উৎসবে ছেলেকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে, তিনি ই টাইমস-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে ছেলের জন্য গর্ব প্রকাশ করে প্রথমবার কান-এ আসার অভিজ্ঞতা ভাগ করে নেন।
কান-এর মঞ্চে মাহির 'অভিষেক'-এর বিষয় বলেতে গিয়ে আবেগ আল্পুত হয়ে পড়েন শান। বলেন, "আমি এই বছর কানে তিনজন নতুন পপ তারকাকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, তাঁদের মধ্যে একজন আমার ছেলে। ইতিমধ্যেই মাহির প্রথম গান মুক্তি পেয়েছে। খুব তাড়াতাড়ি ওঁর দ্বিতীয় গানটিও আসছে। আর আনন্দের বিষয় হল আমার আর এক ছেলে সোহম মাহির দ্বিতীয় গানটা প্রযোজনা করেছে। আমার দুই ছেলেকে নিয়েই আমি খুব গর্বিত। মাহির জন্যই আজ আমার এখানে আসা। ওঁর জন্য আজ আমি এত বড় একটা উৎসবের অংশ হতে পারলাম। এর আগে এই উৎসবে সামিল হওয়ার সুযোগ আমার হয়নি। তাই খুব ভালোলাগছে। আর এই সবকিছুর মধ্যে বড় ভালোলাগার জায়গাটা হল কান-এর মঞ্চে মাহির পারফরম্যান্স।'
আরও পড়ুন: 'ঐশ্বর্য Cannes-এ শাড়ি পরলেন না কেন?' ‘রাই’সুন্দরীর পোশাক নিয়ে খোঁচা সুদীপার
তিনি আরও বলেন, "আমার ছেলে এবং আমার স্ত্রী রাধিকাকে নিয়ে এখানে এসেছি আজ, দারুণ লাগছে। আশা করছি এরপর আরও ভালো কিছুর সাক্ষী হব। পারলে কয়েকটা সিনেমা দেখারও ইচ্ছে রয়েছে।"
আরও পড়ুন: 'আজ মাহির জন্যই এই চলচ্চিত্র উৎসবে ' Cannes-এর মঞ্চে ছেলে, গর্বিত বাবা শান
শান তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও কান ২০২৪-এর নানা ঝলক শেয়ার করেছেন৷ তিনি তার একটি পোস্টের ক্যাপশন লেখেন, 'কান চলচ্চিত্র উৎসব ২০২৪-এ মাহি, অর্জুন ও প্রগতিকে পরিচয় করিয়ে দিতে পেরে প্রচন্ড গর্ববোধ হচ্ছে৷ এই তরুণ প্রতিভারা ভারতের সঙ্গীত জগৎকে আরও সমৃদ্ধ করবে।'
শানের পাশাপাশি মাহিও কান-এর বেশ কিছু ঝলক শেয়ার করেছেন সমাজ মাধ্যমের পাতায়। তাঁর শেয়ার করা একটি ছবিতে দেখা গিয়েছে, তিনি একটি রেস্তোরাঁয় বসে, আর তাঁর টেবিলের উপর বসে একটি পায়রা। তিনি ছবিটির ক্যাপশনে লেখেন, 'কান ফিল্ম ফেস্টিভ্যালে আমার বন্ধুত্ব হয়েছে এই পায়রাটির সঙ্গে (হাসি ইমোজি) আজ রাতের জন্য খুব এক্সাইটেড।"