গায়ক শানের মা সোনালী মুখোপাধ্যায় প্রয়াত। শানের মায়ের মৃত্যুর খবর টুইটারে জানিয়ে শোক প্রকাশ করেছেন গায়ক কৈলাস খের। এরপর নিজেই শান তাঁর মায়ের মৃত্যু সংবাদ জানিয়ে পোস্ট করেন। সোনালী মুখোপাধ্যায়ের মৃত্যুতে গায়কের পরিবারে শোকের ছায়া।
টুইটারে কৈলাস লিখেছেন, ‘প্রয়াত শানের মা। ঈশ্বরের কাছে ওঁনার আত্মার শান্তি কামনা করি। তিন ভুবনের অধিপতি শিবের কাছে প্রার্থনা করি, যেন শান এবং তাঁর পরিবার এই দুঃসহ যন্ত্রণা সহ্য করার ক্ষমতা পায়।’
এদিন বিকেলে মা-এর চলে যাওয়ার খবর জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেন শান। শানের মা পেশায় গায়িকা ছিলেন। ৭০-এর দশক থেকে ২০০০ সাল পর্যন্ত বিভিন্ন ছবিতে কোরাসে গান গেয়েছিলেন তিনি।
২০১৬ সালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে শান জানিয়েছিলেন, তাঁর মা-ই একমাত্র কারণ যাঁর জন্য কোনও চাকরি নয়, বরং গানকে পেশা হিসেব বেছে নেওয়ার সাহস পেয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, বাবা মানস মুখোপাধ্যায়ের মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ১৪ বছর। বোন সাগরিকা এবং তাঁকে একা হাতে মানুষ করেছিলেন তাঁর মা।