কোনও একটি অনুষ্ঠানে যোগ দিতে মুম্বইয়ের বাইরে গিয়েছিলেন, সেখানে গিয়ে ঝাঁপ মারতে গিয়ে বিপত্তি। কব্জি ভেঙে বসেন অভিনেত্রী শাবানা আজমি। তবে থোড়াই কেয়ার সেই ভাঙা হাত নিয়েই বুদাপেস্টের উদ্দেশ্যে রওনা দিলেন শাবানা। বুধবার রাতেই তিনি বুদাপেস্টের বিমান ধরেছেন।
প্রসঙ্গত, শাবানা আজমিকে শীঘ্রই স্টিভেন স্পিলবার্গের সিরিজ 'হালো'-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। আর সেকারণেই তড়িঘড়ি বুদাপেস্ট উড়ে যান। তবে তার আগে ভাঙা হাত নিয়ে শ্যুটিংয়ে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে শাবানা আজমি সংবাদমাধ্যমকে জানান, ‘হালোর আমার দ্বিতীয় সিজনের আরেকটি শিডিউলের শুটিং করতে হবে। কথা দেওয়া আছে, এটা পিছিয়ে দেওয়ার কোনো উপায় নেই।’ অপ্রত্যাশিত এই দুর্ঘটনা প্রসঙ্গে শাবানা জানান, 'আমি জিন্দালে গিয়েছিলাম, সেখানে লাফ দিতে গিয়ে কব্জি ভেঙে যায়।'
জানা যাচ্ছে, ‘হালো সিরিজে নাভাল ইন্টেলিজেন্স প্রধান অ্যাডমিরাল মার্গারেট প্যারাগনস্কির ভূমিকায় অভিনয় করছেন শাবানা। দ্বিতীয় সিজনের জন্য শ্যুটিংয়ের জন্য অভিনেত্রী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বুদাপেস্টে থাকবেন বলে জানিয়েছেন। নিজের চরিত্র প্রসঙ্গে শাবানা বলেন ‘সবকিছু খুবই কঠিন। শারীরিকভাবে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমি জানি না কীভাবে আমি শ্যুট করেছি’। প্রসঙ্গত, ওট্টো বাথার্স্ট পরিচালিত 'হালো'-তে আরও অভিনয় করেছেন নাতাশ্চা ম্যাকলহোন, বোকিম উডবাইন, বেন্টলি কালু, কেট কেনেডির মতো তারকারা। এই সিরিজে দ্বৈত ভূমিকায় দেখা যাচ্ছে নাতাশ্চা ম্যাকলহোন-কে। প্রসঙ্গত, স্টিভেল স্পিলবার্গের প্রযোজনা সংস্থা অ্যাম্বলিন এন্টারটেইনমেন্ট ও 343 ইন্ডাস্ট্রিস যুগ্মভাবে 'হালো' সিরিজটির প্রযোজনা করছে। হ্যালো ২৪ মার্চ প্যারামাউন্ট+ এবং ভারতে Voot সিলেক্ট-এ প্রিমিয়ার হবে এই ওয়েব সিরিজটির।

শাবানা আজমি
তবে 'হালো' শাবানা আজমির প্রথম আন্তর্জাতিক সিরিজ নয়। এর আগেও ‘লা নুই বেঙ্গলি’, ‘সিটি অফ জয়’, ‘সন অফ পিঙ্ক প্যান্থার’-এর মতো আন্তর্জাতিক ছবিতে তিনি অভিনয় করেছেন। টেলিভিশন শো 'বাংলাটাউন ব্যাঙ্কোয়েট','ক্য়াপিটাল' ও 'নেক্সট অফ কিন'-এও অভিনয় করেছেন শাবানা।
এদিকে বলিউডে করণ জোহরের ধর্ম প্রোডাকশনের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে দেখা যাবে শাবানা আজমিকে।