সদ্য বাবা-মা হয়েছেন রিচা চাড্ডা ও আলি ফজল। গত জুলাই কন্যা সন্তানের জন্ম দেন রিচা। এবার রিচা-আলির মেয়েকে দেখতে তাঁদের বাড়িতে গিয়েছিলেন অভিনেত্রী শাবানা আজমি, উর্মিলা মাতন্ডকর, দিয়া মির্জা এবং তানভি আজমি। সেই ছবি নিজেই পোস্ট করেছেন শাবানা আজমি।
শাবানা আজমির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, রিচার একটা সোফায় বসে রয়েছেন। তাঁর কোলে তোয়ালে জড়িয়ে শোয়ানো রয়েছে শিশুটিকে। ইমোজির মাধ্যমে সদ্যজাতর মুখ ঢেকে রাখা হয়েছে। রিচা ও তাঁর মেয়েকে ঘিরে রয়েছেন শাবানা আজমি, উর্মিলা মাতন্ডকর, দিয়া মির্জা এবং তানভি আজমি। ছবির ক্যাপশনে শাবানা লিখেছেন, 'নতুন মা ও শিশু তার খালা/মাসির সঙ্গে'।
এই পোস্টে ক্যাপশানে দিয়া মির্জা মন্তব্য করেছেন, 'আমাদের জীবনের অন্যতম সেরা দিন (হৃদয় চোখের ইমোজি)। ঊর্মিলা কমেন্ট বক্সে হার্ট ইমোজি দিয়েছেন। শাবানার এই পোস্টে কমেন্ট করেছেন বাংলি নায়িকা, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। তিনি লিখেছেন, ‘অভিনন্দন। সুন্দর ফ্রেম... ছোট্ট শিশুটির জন্য অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ।’ তবে কমেন্ট বক্সে নেটিজেনদের অনেকেই জিগ্গেস করেছেন কার মতো দেখতে হয়েছে মেয়েকে, রিচা নাকি আলি?
রিচা এবং আলি গত মঙ্গলবার যৌথ বিবৃতিতে তাঁদের সন্তানের আগমনের কথা জানান, লেখেন, ‘১৬.০৭.২৪ তারিখে (মঙ্গলবার) একটি সুস্থ কন্যা সন্তানের আগমনের কথা জানাতে পেরে আমরা আনন্দিত, খুবই উত্তেজিত! আমাদের গোটা পরিবার খুবই খুশি। আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের তাঁদের ভালবাসা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ জানাই!’ এখনও মেয়ের নাম প্রকাশ্যে আনেননি রিচা ও আলি। তাঁর মুখও এখনও দেখাননি।
কয়েকদিন আগে শুধু তোয়ালে মোড়ানো একরত্তির দুই পায়ের ছবি পোস্ট করেছিলেন।সেই ছবির কমেন্ট বক্সে প্রিয়াঙ্কা চোপড়া সহ পান নলিন, কঙ্কনা সেনশর্মা, মনীষা কৈরালা, কল্কি কোয়েচলিন, জিম্মি শেরগিল, নীতি মোহন, তাপসী পান্নু, ঋদ্ধিমা পণ্ডিতের মতো তারকারা আলি এবং রিচাকে শুভেচ্ছা জানিয়েছেন, এবং খুদের জন্য আশীর্বাদ পাঠিয়েছেন।
প্রসঙ্গত, রিচা চাড্ডা এবং আলি ফজলের দেখা হয়েছিল ফুকরের সেটে। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম। ২০২২ সালের সেপ্টেম্বরে বিয়ে করেন রিচা এবং আলি। যদিও তাঁরা ২০২০-তেই আইনি বিয়ে সেরেছিলেন। এরপর ২০২৪ এর ফেব্রুয়ারি মাসে জানান রিচা গর্ভবতী হওয়ার কথা জানান, বলেন, তাঁদের প্রথম সন্তান আসছে।