বলিউডের একগুচ্ছ তারকা এখন লন্ডনে ছুটি কাটাচ্ছেন। আলিয়া ভাট থেকে মণীশ মালহোত্রা, করণ জোহর, সারা আলি খান, করিনা কাপুর খান, সইফ আলি খান, ঋদ্ধিমা কাপুর সাহানি, সাবানা আজমি, ফারহান আখতার সহ আরও অনেকেই লন্ডন ভ্রমণের ছবিও নেটমাধ্যেমর পাতায় শেয়ার করেছেন। অনুরাগীরাও এই অস্বাভাবিক কাকতালীয় সম্পর্কে নানা প্রশ্ন করতে শুরু করেছেন।
শাবানা আজমি, যিনি গত কয়েকদিন ধরে লন্ডনে রয়েছেন। সমস্ত বলিউড সেলিব্রিটিদের নিয়ে একটি তালিকা তৈরি করেছেন যারা লন্ডনে রয়েছেন। শাবানা সোমবার ইনস্টাগ্রামে লন্ডনের ন্যাশনাল গ্যালারির একটি ছবি শেয়ার করেছেন। উল্লেখ করেছেন, তিনি এবং জাভেদ আখতারও এই তালিকার অংশ। জাভেদের ছেলে ফারহান আখতারও তাঁর স্ত্রী শিবানী দান্ডেকরের সঙ্গে আপাতত লন্ডনে রয়েছেন।
আরও পড়ুন: Viral: হবু বর অপেক্ষায়! ভিকির সঙ্গে সেলফি তোলার জন্য পাগল হয়ে উঠলেন এই হবু কনে
ছবির ক্যাপশনে শাবান লেখেছেন, ‘পুরো মুম্বই উঠে এসেছে লন্ডনে। মণীশ মালহোত্রা, রাম এবং অমিতা মাধওয়ানি, পরিবারের সঙ্গে শাহিদ কাপুর, শিবানী এবং ফারহান আখতার, দীপক পারেখ, অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নু, নন্দিতা দাস, কোঙ্কনা সেন এবং ভালো পরিমাপের জন্য কলকাতা থেকে অপর্ণা সেন, এবং অবশ্যই আপনাদের জাভেদ আখতারও!!!’
মন্তব্য বিভাগে, ভক্তরা শাবানার তালিকায় আরও সেলিব্রিটির নাম যুক্ত করেছেন। একজন লিখেছেন, ‘শিল্পা শেট্টি, করিনা, সইফ, তৈমুর, জেহ, করিশ্মা, সঞ্জয়, এবং মাহিপ কাপুর এবং আরও অনেকে- যুক্তরাজ্যে স্বাগতম।' অন্য একজন মন্তব্য করেছেন, ‘ম্যাম আপনার তালিকায় যোগ করতে- করণ জোহর, আলিয়া ভাট, করিনা কাপুর, সইফ আলি খান, করিশ্মা কাপুর, অমৃতা অরোরা, সারা আলি খান... অন্যান্যরা।’
আরও পড়ুন: বিকট গরমে সোয়েটার-মাফলার পরলেন পরাণ, জুলাইয়ে ঈপ্সিতা-রাজেশের ‘সার্কাসের ঘোড়া’
তালিকায় অক্ষয় কুমার এবং টুইঙ্কেল খান্নাও রয়েছেন লন্ডনে। বলিউড সেলিব্রিটিরা বিদেশে বেড়াতে গিয়েও একে অপরের সঙ্গে দেখা করছেন। সোশ্যাল মিডিয়ায় ছবি এবং ভিডিয়োও শেয়ার করছেন।