জাভেদ আখতারের সঙ্গে দাম্পত্য জীবনের ৪০ বছর পার করে ফেলছেন শাবনা আজমি। বলিউডের অন্যতম সুখী দম্পতি তাঁরা। তবে মাতৃত্বের সুখ পাননি শাবানা। শারীরিক জটিলতার কারণে সন্তান ধারণ করতে পারেননি বলিউড তথা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম গুণী এই অভিনেত্রী। আরও পড়ুন-স্ত্রী-সন্তানদের ভুলে দ্বিতীয় বিয়ে, মা হতে পারেননি শাবানা; সফল দাম্পত্যের টোটকা জাভেদের
শাবানার খালি কোল ভরেছেন জোয়া-ফারহান। জাভেদ আখতারের প্রথমপক্ষের দুই সন্তানের সঙ্গে গভীর সম্পর্ক শাবানার। আর এর পিছনে জাভেদের প্রাক্তন স্ত্রী হানি ইরানির ভূমিকা অনস্বীকার্য, অকপটে মেনে নিলেন শাবানা আজমি। হানির 'উদারতা'র জেরেই সৎ মায়ের সঙ্গে এভাবে মিশে যেতে পেরেছেন ফারহান-জোয়া, জানান শাবনা।
ভালোবেসে পরস্পরের হাত ধরেছিলেন জাভেদ-শাবানা। ১৯৮৪ সালের ৯ই ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন দুজনে। শোনা যায়, আলাদা থাকলেও তখনও হানি ইরানির সঙ্গে বিচ্ছেদ হয়নি জাভেদের। দুই সন্তান (ফারহান-জোয়া), স্ত্রী হানি ইরানির সঙ্গে ১২ বছরের দাম্পত্য ভুলে নতুন সংসার পেতেছিলেন চিত্রনাট্যকার, কাহিনীকার, কবি, গীতিকার জাভেদ আখতার।
শাবানাকে ফারহান ও জোয়ার সঙ্গে তাঁর সুন্দর বন্ধন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এটা হয়েছে হানির উদারতার কারণে! এটা সম্ভব হতো না যদি হানি এতটা উদার না হতো। ওরা (জোয়া আর ফারহান) যখন ছোট ছিল, তখন থেকেই ও এটা করেছে। তারা তাদের মায়ের কাছ থেকে শিখেছিল যে আমি তেমন 'সৎ মা' নই যেমনটা তারা রূপকথার গল্পে পড়েছিল, এর ফলে এত (সম্পর্ক) সহজ হয়ে গেল।
'আমি হানিকে অনেক কৃতিত্ব দেব...'
শাবানা আরও যোগ করেছেন, 'আসল বিষয়টি হ'ল আমি তাদের উপর নিজেকে চাপ দিইনি এবং খুব বেশি চেষ্টাও করিনি। আমি শুধু সময় দিয়েছি। আমি জলকে তার নিজস্ব গতিতে প্রবাহিত হতে দিয়েছি। এটা সত্যিই খুব সুন্দর একটি সম্পর্ক। এর জন্য আমি হানিকে অনেক কৃতিত্ব দেব। পাশাপাশি নিজেকে, জাভেদকে এবং সন্তানদেরও। আজ আপনারা যখন আমাদের দেখেন, আমরা একটা পরিবারের মতোই হয়ে যাই। হানি পরিবারের সদস্যের মতো'।
পারিবারিক গেট-টুগেদারে পাশাপাশি দেখা যায় জাভেদের প্রাক্তন ও বর্তমান স্ত্রীকে। হানি ইরানি নিজেও বলিউডের নামজাদা ব্যক্তিত্ব। একটা সময় শিশুশিল্পী হিসাবে অভিনয় করেছেন, পরবর্তীতে কাহিনিকার, প্রযোজক হিসাবেও কাজ করেছেন।
শারীরিক অসুস্থতার জেরেই কোনওদিন সন্তানধারণ করতে পারেননি শাবানা আজমি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, এটি তাঁকে ‘কষ্ট’ দিয়েছে তবে কঠিন সময়ে সবসময় জাভেদ পাশে থেকেছেন। কাজ এবং স্বামীর ভালোবাসা দিয়েই সবটা সামলেছিলেন তিনি। শাবনার বিশ্বাস, ‘সবার জীবনে সবকিছু থাকতে পারে না।’ দাম্পত্য সঙ্গী জাভেদ আখতারের সমর্থনেই জীবনের সেই কঠিন সময় পার করে এসেছেন শাবানা। শাবানাকে শেষ দেখা গিয়েছিল করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে।