বাংলা নিউজ > বায়োস্কোপ > Shabnam Bubly on Shakib Khan: শাকিব বিতর্কে সরব শবনম, বললেন 'সংসার করতে চেয়েছি, সেটাই আমার ভুল'

Shabnam Bubly on Shakib Khan: শাকিব বিতর্কে সরব শবনম, বললেন 'সংসার করতে চেয়েছি, সেটাই আমার ভুল'

শাকিব বিতর্কে সরব শবনম

Shabnam Bubly on Shakib Khan: শাকিব খানের বিরুদ্ধে মুখ খুললেন বুবলি। বললেন অভিনেতা তাঁর বিরুদ্ধে লাগাতার মিথ্যে অভিযোগ অপবাদ আনছেন। তিনি এতদিন তাঁর সন্তানের জন্য, সন্তানের বাবার বিরুদ্ধে মুখ খোলেননি। সম্মান জানিয়েছেন। সংসার করতে চেয়েছেন। কিন্তু সেটা তাঁর ভুল।

শাকিব খান (Shakib Khan) কোনও না কোনও কারণে শিরোনামে থেকেই যান। কখনও প্রযোজক তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেন। কখনও স্ত্রীর সঙ্গে ঝামেলার কারণে। এতদিন শাকিব খানের বিরুদ্ধে পুলিশি সমন জারি হলে বা সহ প্রযোজককে ধর্ষণের অভিযোগ উঠলেও শাকিবের পাশেই থেকেছেন বুবলি (Shabnam Bubly)। কিন্তু এবার যেন তাঁর সেই ধৈর্য্যের বাঁধ ভাঙল। এখনও তাঁদের ডিভোর্স হয়নি। এর মধ্যেই বাংলাদেশি নায়কের আরও দুটো বিয়ের কথা প্রকাশ্যে এসেছেন শবনম বুবলির নামে তিনি প্রকাশ্যে নানা কটূ কথা বলেছেন। এবার সাংবাদিক সম্মেলনে সেসবের বিরুদ্ধে মুখ খুললেন নায়িকা। বললেন, 'আমি সংসার করতে চেয়েছি, সেটাই দোষের।'

এদিন শবনম বুবলি একটি সাক্ষাৎকারে বলেন, 'তাঁর সঙ্গে আমার বিয়ে, তাঁর সঙ্গে আমার সন্তান। উনি এটা ভালো করেই জানেন কী হয়েছে। আজ উনি এত কিছু বলছেন, কিন্তু কিছুদিন পর উনি কি তাঁর ছেলে শেহজাদের মুখোমুখি হতে পারবেন? তাঁকে কি জবাব দিতে পারবেন?' বুবলি একই সঙ্গে দাবি করেন শাকিব তাঁর বিরুদ্ধে যা যা অভিযোগ এনেছেন সবই ভিত্তিহীন। তিনি একই সঙ্গে বলেন শাকিব তাঁর বিরুদ্ধে যা যা অভিযোগ এনেছেন সেগুলোর প্রতিটার উত্তর তাঁর কাছে আছে।

বুবলি এদিন স্পষ্টতই জানান তবে স্বামী, তথা অভিনেতা সবসময় চান তাঁকে নিচু দেখাতে, হেয় প্রতিপন্ন করতে। তাঁর কথায়, 'আমি জানি না কেন উনি এমন করছেন। কিন্তু এখন আমার মনে হচ্ছে এবার এটার সমাধান করা উচিত। উনি যদি এই মিথ্যে অভিযোগগুলো তাঁর সন্তানের মায়ের নামে এনে নিজের পুরুষত্ব প্রমাণ করতে চান, তাহলে কিছু বলার নেই। একজন পুরুষ যদি তাঁর সন্তানের মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন বাড়ি থেকে তাহলে কি তাতে তাঁর পুরুষত্ব প্রমাণিত হয়?'

একই সঙ্গে তিনি কথায় কথায় অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের সম্পর্কের ভাঙার কথা মনে করিয়ে দেন। বলেন শাকিব তখনও সেই একই ভাবে অপুর সঙ্গে সম্পর্ক ভেঙেছিলেন। তাঁকে অভিযোগ দিয়েছিলেন। এবার সেই আবার এক ঘটন ঘটাচ্ছেন।

বুবলির সাফ কথা, 'শাকিব যদি সম্পর্ক রাখতে না চান সেটা পরিবারের সঙ্গে বসে কথা বলে জানাক। আলোচনা করুন। বাইরের লোককে বলে তো কোনও সমাধান হবে না। হ্যাঁ, আমি সংসার করতে চেয়েছি সেটা আমার ভুল। কেবল সংসার করতে চাওয়ার জন্য যদি এত ভুয়ো অপবাদ পেতে হয় সেটা আমার ভুল। আমি আজও আমার সন্তানের বাবার বিরুদ্ধে কোনও কথা বলে নিজেকে সঠিক প্রমাণ করতে চাই না। আমি তাঁকে সম্মান দিয়ে থাকত চাই। কিন্তু তিনি বারবার যদি আমাকে অসম্মান করে নিজে পৌরুষ জাহির করতে চান তাহলে আর চুপ থাকব না।'

একই সঙ্গে এদিন বুবলি স্পষ্ট করে দেন তিনি যেচে শাকিবের কাছে যাননি। কারণ তিনি যখন বিনোদন জগতে আসেন ততদিনে শাকিব প্রতিষ্ঠিত। তাহলে তাঁর কী করে সাহস হতো এমন ভাবে একজন সুপারস্টারের কাছে যাওয়ার যদি উল্টো দিক দিয়ে সেই প্রশ্রয় না থাকত।

বন্ধ করুন