অভিনয় ছেড়ে বহুদিন আগেই, এই মুহূর্তে আধ্যাত্মিক পথ বেছে নিয়েছেন, সন্ন্যাস গ্রহণের পর থেকেই চর্চায় রয়েছেন মমতা কুলকার্নি। যদি বিতর্কের পর কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর পদ থেকে বরখাস্তও করা হয়েছে প্রাক্তন অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মমতা তাঁর পুরনো অভিনয় কেরিয়ার ও ৯০ এর দশকের নানান স্মৃতি তুলে ধরেছে। সেখানেই শাহরুখ-সলমনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মমতা।
শাহরুখ-সলমনকে নিয়ে কী বলেছেন মমতা কুলকার্নি?
একবার টেলিভিশনের অনুষ্ঠানে সলমন খান দাবি করেছিলেন, ৩০ বছর আগে 'করণ-অর্জুন'-এর শ্যুটিং-এর সময় মমতা কুলকার্নি তাঁর ও শাহরুখের উপর চিৎকার করেছিলেন। সাম্প্রতিক সাক্ষাৎকারে এই বিষয়টিই অস্বাকীর করেন মমতা কুলকার্নি। তিনি বলেন, ঘটনার সূত্রপাত হয়, যখন কোরিওগ্রাফার চিন্নি প্রকাশ একদিন তাঁকে ডেকে পাঠিয়েছিলেন। স্মৃতিচারণ করে তিনি বলেন, 'এরপর আমি উপরে উঠে যাই। সিঁড়ি ছিল, আমি যখন উপরে উঠছিলাম, সলমন ও শাহরুখ দুজনেই আমার পাশ দিয়ে যাচ্ছিল এবং ওঁরা মুখ চেপে হাসছিল। আমি চুপ করে ছিলাম। আমি মাস্টারজির কাছে গেলাম তখন রাত প্রায় আটটা বেজে গেছে। তিনি আমাকে বললেন, 'এই বিশেষ স্টেপ (নাচের), তুমি একাই করবে। আমি বললাম, কী বলছেন আপনি?’
পর দিন সকালে শুটিংয়ের সময় মমতা নাকি বুঝতে পারেন, যে সলমন ও শাহরুখ দুষ্টুমি করে কোরিওগ্রাফারকে আরও জটিল নাচের স্টেপগুলি তাঁকে (মমতাকে) দেওয়ার জন্য রাজি করেছিলেন। এরপর তাঁরা গানটিতে গণ্ডগোল করার চেষ্টা করেছিলেন। এর পরের দিন সকালে ফের আমারই শট ছিল। আমার প্রথম শটটিই ওকে হয়ে যায়। তখন দেখি শাহরুখ-সলমন দুজনকেই একটি ঝোপের আড়াল থেকে আমাকে দেখছে, আর আবার হাসছে। পরের শটটি ছিল তাদের। পাঁচ হাজার মানুষের মধ্যে হাঁটুগেড়ে বসে থাকতে হয়েছিল তাঁদের। ওরাঁ কিন্তু অনেকগুলো রিটেক নিয়েছিল। পরিচালক শেষ পর্যন্ত চিৎকার করে বললেন প্যাক আপ। এরপর আমরা সবাই দৌড়ে যে যার রুমে চলে যাই।
আমি জানতাম গত সন্ধ্যায় ওরা আমার সঙ্গে এটা ইচ্ছে করেছে করেছে। তবে আমি ওদের ও কোরিওগ্রাফারের হাসির পাত্র হওয়ার মতো কোনও সুযোগই দিইই সব স্টেপ ঠিকঠাকভাবে করি। তাই শট শেষে ওরাঁ যখন দৌড়ে গেল, আমিও ছুটে গেলাম। আমি পৌঁছানো মাত্রই সলমন আমার মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। আমার বেশ মনে আছে'।
প্রসঙ্গত রাকেশ রোশন পরিচালিত মমতা কুলকার্নি ও শাহরুখ-সলমনের 'করণ অর্জুন' ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টর হয়। ছবিটি মমতা কুলকার্নির কেরিয়ারেও অন্যতম সেরা ছবি ছিল। আবার এটিই শাহরুখ ও সলমনের কেরিয়ারেও মোড় ঘুরিয়ে দেয়। ২০০৩ সালে বলিউড ছাড়েন মমতা।