এবারের আইপিএলের মরশুমে প্রায় শেষের পথে। এদিন গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলছে কেকেআর ভার্সেস সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ। এটিই কোয়ালিফায়ার ওয়ান। আর এই ম্যাচেই কেকেআরের দুর্দান্ত বোলিং এবং ফিল্ডিংয়ের কাছে একপ্রকার যেন আত্মসমর্পণ করল হায়দরাবাদ। ১৯.৩ ওভারেই ১৫৯ তান করেছে এই দল। বর্তমানে ব্যাট করছে রিঙ্কুরা। আর এই ম্যাচে একাধিক আদুরে মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে। কখনও আব্রামকে জড়িয়ে আদর শাহরুখের, কখনও মেয়েকে নিয়ে উচ্ছ্বাসে ভাসলেন শাহরুখ।
আরও পড়ুন: সবটাই মিথ্যে, প্রশান্ত ভার্মার ছবি থেকেই মোটে সরে দাঁড়াননি রণবীর! উল্টে শুরু করেছেন শ্যুটিং
আরও পড়ুন: প্রথমবার রান্নাঘরে ঢুকেই কেলেঙ্কারি বাঁধান ঋদ্ধিমা! গৌরব বললেন, 'পারলে একটা লাঠি দিয়ে...'
কেকেআর ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচের ভাইরাল মুহূর্ত
এদিন ৩০ বলে মাত্র ২৫ রান করে ৫টি উইকেট খোয়ায় হায়দরাবাদ। একদিকে যখন সেই শিবিরে টালমাটাল অবস্থা, তখন কেকেআর শিবিরে উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা গেল শাহরুখ এবং সুহানাদের। বাদ গেলেন না গৌতম গম্ভীরও। আনন্দে চিৎকার করে ওঠেন গৌতম। লাফাতে থাকেন সুহানা। আনন্দে ডগমগ করতে থাকেন খোদ শাহরুখ খানও।
আরও পড়ুন: 'আমি ওঁর ফ্যান...' ঘাটালের ভাইরাল কাকুকে জাপটে ছবি দেবের, চিনতে পারছেন তাঁকে?
আরও পড়ুন: 'কী দুর্ধর্ষ একটা সফর...', মিস ইউনিভার্স খেতাব জয়ের তিন দশক পার, নস্টালজিয়ায় ভাসলেন সুস্মিতা
আব্রামকে আদর শাহরুখের
এদিন ম্যাচের একটি ক্লিপ ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে এই খেলা দেখে আনন্দে লাফাচ্ছে ছোট্ট আব্রাম। ছেলের খুশি দেখে নিজেকে সামলে রাখতে পারেন না খোদ কিং খানও। তিনি ছেলেকে জড়িয়ে এদিন চুমু খান। তাঁদের মিষ্টি মুহূর্তটি বর্তমানে দারুণ ভাইরাল।
আরও পড়ুন: মা হতে চলেছেন ক্যাটরিনা? লন্ডন ট্রিপের ছবি প্রকাশ্যে আসতেই শুরু হইচই! ব্যাপারটা কী?
কেকেআর ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ প্রসঙ্গে
এদিন ১৯.৩ ওভারে সব উইকেট খুইয়ে মোট ১৫৯ রান সংগ্রহ করে হায়দরাবাদ। এই কপি লেখার সময় পর্যন্ত কেকেআর ৬ ওভারে এক উইকেট খুইয়ে ৬৩ রান তুলেছে।গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলছে এদিনের ম্যাচ।