প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর টানা তৃতীয়বার শপথ গ্রহণ করলেন রবিবারে। সেই অনুষ্ঠানে ৯ জুন দিল্লিতে এসেছিলেন একঝাঁক তারকা। শাহরুখ খান, অক্ষয় কুমার, কঙ্গনা রানাওয়াত, অনুপম খের, রজনীকান্ত, বিক্রান্ত মাসে এবং চলচ্চিত্র নির্মাতা রাজকুমার হিরানির মতো বলি তারকাদের এদিন রাষ্ট্রপতি ভবনে দেখা গেছে।
তবে যে মুহূর্তটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে, তা হ'ল অক্ষয় এবং শাহরুখ কীভাবে একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন: ইউভানকে এক ধারে বসিয়ে রাজের সঙ্গে ঘনিষ্ঠ শুভশ্রী! ‘এ কেমন মা’, ছি ছি নেটপাড়ার
একত্রে শাহরুখ-অক্ষয়:
সংবাদ সংস্থা এএনআইয়ের শেয়ার করা একটি ছবিতে অক্ষয় ও শাহরুখকে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানাতে দেখা যায়। এটি শেয়ার করে নিউজ পোর্টালটি লিখেছে, ‘দিল্লি | ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে একে অপরকে শুভেচ্ছা জানান শাহরুখ খান ও অক্ষয় কুমার।’
অক্ষয় অনুষ্ঠানের জন্য একটি প্যাস্টেল রঙের ফর্মাল শার্ট এবং গাঢ় ট্রাউজার্স বেছে নিয়েছিলেন, যখন শাহরুখকে একটি গাঢ় স্যুট, একটি পনিটেল এবং চশমা পরে দারুণ দেখাচ্ছিল। মুকেশ ও অনন্ত আম্বানিকে নিয়ে শাহরুখ অনুষ্ঠানে হাজির হন।
আরও পড়ুন: ‘এটা তো গর্বের বিষয়’! এত হিট দিয়েও ‘আউটসাইডার’ তকমা, কী বলছেন কার্তিক আরিয়ান?
ভক্তরা প্রতিক্রিয়া জানিয়েছেন
ভক্তরা এই ছবিটি দেখে রীতিমতো উত্তেজিত। এবং উভয় অভিনেতাকে এক ফ্রেমে দেখে কমেন্টে ভরিয়েছেন। একজন লিখেছেন, ‘মোদীজি নে মিলা দিয়া, শাহরুখ ও অক্ষয় (মোদীজি শাহরুখ ও অক্ষয়কে একসঙ্গে আনতে সাহায্য করেছেন)’। আরেকজন লিখেছেন, ‘এ বছরের সেরা আলিঙ্গন’।
আরও পড়ুন: দাদার মতো ফর্সা নন অক্ষয়-কন্যা নিতারা, ‘কালো মেয়ে’ নিয়ে কী লিখল টুইঙ্কল খান্না?
তৃতীয়জন লেখেন, ‘বলিউড কা খিলাড়ি ও বাদশা এক সাথ (বলিউডের খিলাড়ি ও বাদশা একসঙ্গে)’। অপর আরেকজন লেখেন, ‘ওয়াও খিলাড়ি কুমার মিটিং পাঠান’। আরও একটি কমেন্টে লেখা হয়েছে, 'বলিউডের খিলাড়ি ও কিং। রোমাঞ্চকর ফ্রেম'।
রবিবার টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। দিল্লির রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে অনুষ্ঠিত এই অনুষ্ঠান। বিভিন্ন ক্ষেত্র থেকে ৮ হাজারেরও বেশি অতিথি এসেছিলেন। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ইতিমধ্যে অনেকেই নরেন্দ্র মোদীকে শুভেচ্ছাও জানিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রীর আসনে বসতে চলায়।