বাংলা নিউজ > বায়োস্কোপ > ব্যাট হাতে অক্ষয়, কিপিং করছেন শাহরুখ! DTPH-র সেটে একসঙ্গে ক্রিকেটে মজে দুই তরকা
বলিউডে সফলতার সর্বোচ্চ সিঁড়ি যাঁরা চড়েছেন তাঁদের মধ্যে রয়েছেন শাহরুখ খান এবং অক্ষয় কুমার। এই দুই তারকা একসঙ্গে ‘দিল তো পাগাল হ্যায়’ ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি জুটির পুরনো একটি ছবি ভাইরাল হয়েছে। সেটে একসঙ্গে ক্রিকেট খেলছেন দুই তারকা। বিহাইন্ড দ্য সিনের সেই ছবি দেখুন-
ছবিতে দেখা যাচ্ছে ব্য়াটিং করছেন অক্ষয় কুমার। ফিল্ডিং করছেন শাহরুখ। ক্যাজুয়াল পোশাকে ধরা দিয়েছেন দুজনে। দেখে মনে হচ্ছে সুপারস্টাররা তাদের শ্যুটিংয়ের ফাঁকে বেশিরভাগ সময় সেটে একসঙ্গে এভাবে কাটাতেন।
'দিল তো পাগাল হ্যায়' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত এবং করিশ্মা কাপুর। এখনো বলিউডের অন্যতম রোম্যান্টিক ছবি হিসেবে পরিচিত এই ছবি। রোম্যান্টির স্টোরি লাইনের পাশাপাশি ‘পেয়ার কার’, ‘লে গাই লে গাই’, ‘আরে রে আরে’, ‘ভোলি সি সুরাত’ সহ অন্যান্য গানের জন্য খ্যাত।
বায়োস্কোপ খবর