২৮তম কলকাতা আন্তর্জাতিক ছবি উৎসব জুড়ে শুধুই শাহরুখ ম্যাজিক। তিনি এলেন, দেখলেন সকলের মন জয় করলেন। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান ছিল তারকা-খচিত। দেরিতে এলেও এদিনের শো স্টপার কিন্তু কিং খান।
বাংলার অ্যাম্বাসেডর শাহরুখ খান থেকে বাংলার জামাই অমিতাভ বচ্চন, কুমার শানু, অরিজিৎ সিং, সৌরভ গঙ্গোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, রানি মুখোপাধ্যায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠান। টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী থেকে দেব, মিমি, শুভশ্রী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ছিল তারকাখচিত। হাজির ছিলেন টেলি পাড়ার অভিনেতা-অভিনেত্রীরাও। একই মঞ্চে ছিলেন বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী।
আরও পড়ুন: উফ! ২৯-এর তৃণাকে দেখে হাঁ করে তাকিয়ে ৫৭-র শাহরুখ, নেটদুনিয়ায় ভাইরাল ফাটাফাটি ছবি
শুধু তা-ই নয়, চঞ্চলের সেলফিতে দেখা মিলল বলিউদের বাদশা শাহরুখ খানের। একফ্রেমে শাহরুখ-চঞ্চল, নেটদুনিয়ায় ভাইরাল এই ছবি ঘিরে নেটিজেনের মনে উৎসাহের শেষ নেই। অফুরন্ত ভালোবাসা উজাড় করেছেন দুই বাংলার মানুষ। এ দিন মঞ্চে একেবারে সামনের সারিতে ভারতীয় তারকাদারে পাশাপাশি দেখা মিলল ওপার বাংলার এই তারকা অভিনেতার।

চঞ্চল চৌধুরীর সেলফিতে শাহরুখ খান
অভিনেতা আবীর চট্টোপাধ্যায় চঞ্চল চৌধুরীকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের এক ফাঁকে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খানের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গিয়েছে চঞ্চলকে। নেটদুনিয়ায় শাহরুখ ও চঞ্চলের একটি সেলফি হু হু করে ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, দিন দুয়েক আগেই সেরিব্র্যাল অ্যাটাকে আক্রান্ত হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি তিনি। বাবার চিন্তা, দায়িত্ব সব কিছু সামলেই কলকাতায় এসেছেন অভিনেতা। যোগ দিয়েছেন ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। খানিক মনখারাপ নিয়েই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা।