বাংলা নিউজ > বায়োস্কোপ > Pathaan: যা আগে হয়নি তা পাঠান-এর জন্য হবে, শাহরুখের ছবি নিয়ে বড় সিদ্ধান্ত মুম্বইয়ের হলের

Pathaan: যা আগে হয়নি তা পাঠান-এর জন্য হবে, শাহরুখের ছবি নিয়ে বড় সিদ্ধান্ত মুম্বইয়ের হলের

পাঠানের জন্য চমক আনা সিদ্ধান্ত মুম্বইয়ের বিখ্যাত সিনেমা হল গেইটি গ্যালাক্সি-র।

পাঠান নিয়ে আপাতত রোজই আসছে নানা ধরনের চমক। এবার যেমন শোনা যাচ্ছে মুম্বইয়ের অন্যতম বিখ্যাত থিয়েটার গেইটি গ্যালাক্সি-র তরফেও কিং খানের সিনেমার জন্য নেওয়া হল বড় সিদ্ধান্ত। 

দীর্ঘ চার বছর এক মাস অপেক্ষার পর অবশেষে বহুল প্রত্যাশিত ছবি পাঠান দিয়ে বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। যতই বিতর্ক থাকুক না কেন, শাহরুখের কামব্যাক প্রোজেক্ট নিয়ে হাইপ এখন দেখার মতো। এমনকী মুম্বইয়ের অন্যতম বিখ্যাত থিয়েটার গেইটি গ্যালাক্সি শাহরুখের ছবি নিয়ে নিল এক বড় সিদ্ধান্ত। এতদিন যা হয়নি, এবারে তা হবে। 

জানিয়ে রাখি Gaiety Galaxy হল একটি একক-স্ক্রিন থিয়েটার, যেখানে প্রথম শো দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। এটির দর্শকধারণ ক্ষমতা প্রায় হাজার। এটি ভারতের বৃহত্তম থিয়েটারগুলির মধ্যে একটি। ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যানক্লাব’ কিং খানের সবচেয়ে বড় ফ্যানক্লাব। টুইটারে শাহরুখ নিজেও এদের ফলো করেন। তারা তাদের টুইটার অ্যাকাউন্টে বিশেষ বার্তা দিয়েছেন মুম্বই শহরে বসবাসকারী শাহরুখ-ভক্তদের জন্য।  আর তা হল পাঠান মুক্তির দিন সকাল ১২টার জায়গায় সকাল ৯টায় Gaiety Galaxy-তে শুরু হবে প্রথম শো। রিপোর্ট অনুসারে, উল্লিখিত ফ্যান ক্লাবের সহ-প্রতিষ্ঠাতা ইয়াশ পরিয়ানি নিশ্চিত করেছেন যে এটি সত্যিই ঘটছে। আরও পড়ুন: অফিসপাড়ার ‘স্মার্ট দিদি’ নন্দিনী দিদি নম্বর ১-এ! ‘এটাই বাকি ছিল’, হল খুব ট্রোল

পাঠান চলচ্চিত্রটি শুরু থেকেই বিতর্কে ঘেরা। বিশেষ করে প্রথম গান ‘বেশরম রং' সামনে আসার পর থেকে। অনেকেরই দাবি এই সিনেমাতে দীপিকার পরে থাকা গেরুয়া রঙের বিকিনি হিন্দু ধর্মের অবমাননা করেছে। সঙ্গে শাহরুখকে সবুজ পোশাক পরানোটাও নাকি ধর্মীয় ইঙ্গিত! গানের নাম বেশরম রং-ও এসবের সঙ্গে মিলে যাচ্ছে বলে নির্মাতাদের কাছে তা বদলে ফেলার দাবি জানান অনেকে। যাদের মধ্যে রয়েছেন একাধিক বিজেপি নেতা, বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। আরও পড়ুন: সুশান্তের মৃত্যুর ৩ বছর পর মারা গেল পোষ্য ফাজ, ‘তোমার বন্ধুর সঙ্গে দেখা হবে’!

পাঠান ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। স্পাই থ্রিলারের ট্রেলার ইতিমধ্যেই দর্শক মনে আশা জাগিয়েছে। অ্যাকশন অবতারে শাহরুখ খানকে দেখে ভক্তদের হাল তো খারাপ! ছবিতে রয়েছেন দীপিকা পাড়কোন ও জন আব্রাহাম। জন এই ছবিতে নেতিবাচক চরিত্রে, সন্ত্রাসবাদীর ভূমিকায়। 

প্রসঙ্গত, শাহরুখের ফ্যানক্লাবের তরফ থেকে পাঠান মুক্তিতে দেশের একাধিক বড় শহরে ২০০টির বেশি ফার্স্ট ডে ফার্স্ট শো-র আয়োজন করা হয়েছে। যাতে শাহরুখ ভক্তরা একসঙ্গে বসে সিনেমাটি উপভোগ করতে পারেন। থাকবে ঢাক-ঢোল, কিং খানের বড় বড় পোস্টার। এখন শুধু সকলে মিলে পাঠান উৎসবে মাতার অপেক্ষা। 

 

বন্ধ করুন