বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman-SRK: গল্প লিখছেন আদিত্য চোপড়া, হাত মেলাচ্ছেন ‘টাইগার’ সলমন ও ‘পাঠান’ শাহরুখ?

Salman-SRK: গল্প লিখছেন আদিত্য চোপড়া, হাত মেলাচ্ছেন ‘টাইগার’ সলমন ও ‘পাঠান’ শাহরুখ?

শাহরুখ-সলমন এক ছবিতে?

আদিত্য চোপড়ার ছবিতে একসঙ্গে ধরা দেবেন বলিউডের ‘পাঠান’ ও ‘টাইগার’। শোরগোল বলিপাড়ায়। 

তরুণ মজুমদারের মৃত্যুর খবরে মনভার সিনেপ্রেমিদের। এর মাঝেই এল ধামাকা খবর! ফের এক হচ্ছেন বলিউডের 'করণ-অর্জুন'। রুপোলি পর্দায় আবারও একসঙ্গে ধরা দেবেন তাঁরা, আর সেটা কোনও ক্যামিও রোলে নয়। বলিউডের টাইগার আর পাঠানকে এক করছেন আদিত্য চোপড়া। যশ রাজ ফিল্মসের আসন্ন এক ছবিতে স্ক্রিন শেয়ার করবেন দুই খান। যদিও এই গুঞ্জন নিয়ে এখন মুখে কুলুপ প্রযোজনা সংস্থার। 

পিঙ্কভিলায় প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়েছে, টাইগার ও পাঠানকে মিলিয়ে দিতে চলেছেন আদিত্য চোপড়া। সূত্র আরও দাবি করেছে বেশ কয়েক বছর ধরেই এই ভাবনা মাথায় রয়েছে আদিত্য চোপড়ার। তাই দীর্ঘ কয়েক দশক পর পূর্ণদৈর্ঘ্যের কোনও ছবিতে পরস্পরকে টেক্কা দেবেন সলমন-শাহরুখ। ‘করণ-অর্জুন’ ছাড়া সেভাবে কোনও বলিউড ছবিতে এই চিত্র ধরা পড়েনি। ‘কুছ কুছু হোতা হ্যায়’ বা ‘হাম তুমারে হ্যায় সনম’-এর মতো ছবিতে সলমন খানের দেখা মিললেও শাহরুখই ছিলেন হিরো। সলমনকে দেখা গিয়েছিল এক্সটেন্ডেড ক্যামিও চরিত্রে। জানা গিয়েছে এই ছবির চিত্রনাট্যের পাশাপাশি কাহিনি এবং সংলাপও লিখছেন ‘দিলওয়ালে দুলহানিয়া লেযাঙ্গে’ পরিচালক। 

চার বছর পর্দা থেকে গায়েব থাকবার পর আগামী বছর একসঙ্গে তিনটি ছবি নিয়ে হাজির হচ্ছেন কিং খান। ‘পাঠান’, ‘ডানকি’ এবং ‘জওয়ান’ নিয়ে হাজির হচ্ছে শাহরুখ। সম্প্রতি আর মাধবনে ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ ছবিতে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছে বাদশাকে। সলমন খানের ‘টাইগার ৩’-তে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখকে। এবং ভাইজানকে দেখা যাবে ‘পাঠান’ ছবিতে একটি ছোট্ট ভূমিকায়। অন্যদিকে সলমনের হাতে রয়েছে ‘টাইগার ৩', ‘ভাইজান’, ‘নো এন্ট্রি ২’-এর মতো ছবি। 

 

বন্ধ করুন