বাংলা নিউজ > বায়োস্কোপ > করোনা যুদ্ধে একধিক পদক্ষেপ শাহরুখ খানের, জোটবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান বাদশার

করোনা যুদ্ধে একধিক পদক্ষেপ শাহরুখ খানের, জোটবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান বাদশার

করোনা মোকাবিলায় বিপুল পরিমাণ সাহায্যের প্যাকেজ ঘোষণা করলেন শাহরুখ খান (AFP)

দেশবাসীর প্রয়োজনে শাহরুখ সবসময়ই এগিয়ে এসেছেন, এবার তার ব্যতিক্রম নয়। তিনি দিল্লির ছেলে, মুম্বই তাঁর কর্মভূমি আর কলকাতার সঙ্গে তাঁর অদ্ভূত ভালোবাসার বাঁধন-সবার কথা ভাবলেন বাদশা। সাতটি ফান্ডে সাহায্যের ঘোষণা করলেন কিং খান।

এতদিন ধরে বারবার প্রশ্ন উঠছে করোনা মোকাবিলায় শাহরুখের অবদান নিয়ে, নিন্দুকরা সমালোচনা করেছেন 'অক্ষয় ২৫ কোটি টাকা দিল, শাহরুখ খান কত টাকা দিচ্ছে দেশের জন্য?' অবশেষে বৃহস্পতিবার রাতে সব প্রশ্নের উত্তর এল বাদশার তরফে। একটা-দুটো নয় মোট সাতটি ফান্ডে অনুদান দিচ্ছেন কিং খান। আসলে শাহরুখের জন্মভূমি দিল্লি, কর্মভূমি মুম্বই, আর কলকাতার সঙ্গে তাঁর এক অদ্ভূত সম্পর্ক-তিনি তো বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাড়ার। তাই তিনি সবার কথা ভাবেন। বৃহস্পতিবার সবার প্রথম শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টের তরফে একটি আনুষ্ঠানিক প্রেস বিবৃতি প্রকাশ করা হয়, তারা দু' পাতার দীর্ঘ প্রেস বিবৃতিতে জানায় পিএম কেয়ারস ফান্ড, মহারাষ্ট্র চিফ মিনিস্টার’স রিলিফ ফান্ড, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট ফর হেল্থকেয়ার প্রোভাইডারস, এক সাথ-দি আর্থ ফাউন্ডেশন, রোটি ফাউন্ডেশন, ওয়র্কিং পিপলস চার্টার, সাপোর্ট ফর অ্যাসিড অ্যাটাক সারভাইভার ফান্ডে অনুদান দিচ্ছেন বাদশা।

সেই টুইট রিটুইট করে শাহরুখ এরপর লেখেন, 'এই সময় এটা অত্যন্ত জরুরি আপনার আশেপাশের সকলে যাঁরা অক্লান্ত পরিশ্রম করছে শুধুমাত্র আপনার জন্য, যাঁদের সঙ্গে আপনার কোনও সম্পর্ক নেই, হয়ত আপনি তাঁদের চেনেনও না-কিন্তু তাঁরা যেন এই লড়াইয়ে একাকীত্ব না অনুভব করে। আসুন আমরা নিশ্চিত করি, সকলে নিজের মতো করে একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেব। ভারত এবং প্রত্যেক ভারতবাসী একটাই পরিবার'।



কোথায় কোথায় সাহায্য করছেন শাহরুখ-

১. পিএম কেয়ারস ফান্ড- শাহরুখ খান, তাঁর স্ত্রী গৌরী, এবং তাঁর বিজনেস পার্টনার জুহি চাওলা ও তাঁর স্বামী জয় মেহতার আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স পিএম-কেয়ারস ফান্ডে অর্থ সাহায্য করবে।

২. মহারাষ্ট্রের মু্খ্যমন্ত্রীর রিলিফ ফান্ড- শাহরুখ ও গৌরীর যৌথ মালিকানাধীন সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে অর্থ সাহায্য করবে।

৩. স্বাস্থ্যকর্মীদের PPE কিট প্রদান- পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে শাহরুখ খানের দুটি সংস্থা-মীর ফাউন্ডেশন ও কেকেআর। তাঁর স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুরক্ষিত করতে ৫০,০০০ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা পিপিই প্রদান করবে দুই রাজ্যে।

৪. এক সাথ.. দ্য আর্থ ফাউন্ডেশন- দ্য আর্থ ফাউন্ডেশনের মাধ্যমে এসআরকে মীর ফাউন্ডেশন মুম্বইয়ে প্রায় ৫,৫০০-টি পরিবারকে অন্তত ১ মাসের জন্য সবরকমের খাদ্য সামগ্রী দেবে। পাশাপাশি একটি রান্নাঘরও চালু করা হবে এই দুই সংস্থার যৌথ উদ্যোগে। যেখানে প্রত্যেকদিন তৈরি হবে ২,০০০ প্যাকেট খাবার। যা পৌঁছে যাবে দুঃস্থ পরিবার এবং হাসপাতালগুলিতে।

৫. রোটি ফাউন্ডেশন- মুম্বই পুলিশের প্রাক্তন আধিকারিক ডঃ ডি শিবানন্দন প্রতিষ্ঠিত রোটি ফাউন্ডেশনের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাড করবে মীর ফাউন্ডেশন। করোনার জেরে আর্থিক সমস্যায় পড়া অসহায় মানুষ ও বিহারী দিনমজুরদের পাশে দাঁড়াবে এই সংস্থা।তাদের সবরকম সাহায্য করবে মুম্বই পুলিস। ৩ লক্ষ খাবারের প্যাকেটের ব্যবস্থা করবে রোটি ফাউন্ডেশন। আগামী একমাস প্রত্যেক দিন ১০ হাজার খাবারের প্যাকেট বিলি করা হবে।

৬. ওয়ার্কিং পিপলস চার্টার- এই সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে মীর ফাউন্ডেশন দিল্লির ২,৫০০ দিনমজুরকে অন্তত ১ মাসের জন্য রেশন সামগ্রী এবং প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করবে।

৭. সাপোর্ট ফর অ্যাসিড অ্যাটাক সারভাইভার ফান্ড- পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ও উত্তরাখণ্ড, পাঁচ রাজ্যের প্রায় ১০০ জন অ্যাসিড আক্রান্তকে আগামী এক মাসের জন্য প্রয়োজনীয় সাহায্য দেওয়া হবে। মীর ফাউন্ডেশনের মাধ্যমে এই সাহায্য পৌঁছে দেবেন বাদশা। অর্থ সাহায্যের পাশাপাশি তাঁদের জরুরি সমস্ত জিনিসপত্রের ব্যবস্থা করে দেওয়া হবে।

দেশবাসীর প্রয়োজনে শাহরুখ সবসময়ই এগিয়ে এসেছেন, এবার তার ব্যতিক্রম নয়। এবং স্বভাবসিদ্ধ ভঙ্গতিতেই কত টাকার অনুদান শাহরুখ দিচ্ছেন তা নিয়ে কোনও মন্তব্য করলেন না বাদশা। তিনি জানিয়েছেন, এক দেশ এবং এক জাতি হিসাবে 'এটা আমাদের কর্তব্য আমাদের যা আছে সবটা উজাড় করে দেওয়া।.. আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি, আমি জানি আপনারা সকলেই সেটা করছেন। একজোট হলে তবেই এই কঠিন এবং অভাবনীয় দিনগুলোর মোকাবিলা করতে আমরা সফল হব'।


বায়োস্কোপ খবর

Latest News

সকাত চৌথ ২০২৫ কখন থেকে পড়ছে? চন্দ্রোদয়ের সময় দেখে নিন ইসরোর তৃতীয় লঞ্চ প্যাড তৈরিতে অনুমোদন দিল মোদী মন্ত্রিসভা, খরচ কত হবে? টিমের জন্য ১০টি শৃঙ্খলা নীতি প্রকাশ করল BCCI, নিয়ম ভাঙলেই শাস্তি দেবে বোর্ড বমি করে প্রযোজকের কমোড ভেঙে ফেলেন স্বস্তিকা! স্মৃতি হাতড়ে বললেন, ‘উত্তেজনায়…’ ‘১৫১ পাতা থেকে পড়া শুরু করলে…’ কুণালের নিশানায় কি ‘তিনি’ই? সবকিছু ঠিক থাকা সত্ত্বেও কেন তৈরি হয় নি ‘দোস্তানা ২’? কী বললেন জুহি? মুক্তি পেতে না পেতেই টিভিতে সম্প্রচার গেম চেঞ্জার! ক্ষুব্ধ প্রযোজক Australian Open 2025: চার ঘণ্টা ৪৮ মিনিটের লড়াই শেষে মেদভেদেভকে হারালেন লার্নার আগে জেহর ঘরে ঢুকে তাকে বন্দি বানানোর চেষ্টা করে আততায়ী? চায় ১ কোটি মুক্তিপণ? শুক্র হতে চলেছেন উত্তরমার্গী! বৃষ, তুলা সহ বহু রাশির কেরিয়ারে বিপুল উন্নতি

IPL 2025 News in Bangla

ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.