বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan: দীপিকা-রণবীরের মেয়েকে দেখতে হাসপাতালে গেলেন শাহরুখ! দেখে নিন বিস্তারিত

Shah Rukh Khan: দীপিকা-রণবীরের মেয়েকে দেখতে হাসপাতালে গেলেন শাহরুখ! দেখে নিন বিস্তারিত

শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং

শাহরুখ খানের সঙ্গে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের যে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। সদ্যই দম্পতি কন্যা সন্তানের বাবা মা হয়েছেন। আর সেই নবজাতকের সঙ্গেই এবার দেখা করতে গেলেন বলিউডের বাদশা শাহরুখ খান।

শাহরুখ খানের সঙ্গে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের যে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। সদ্যই দম্পতি কন্যা সন্তানের বাবা মা হয়েছেন। আর সেই নবজাতকের সঙ্গেই এবার দেখা করতে গেলেন বলিউডের বাদশা শাহরুখ খান।

এই সুন্দর মুহূর্তটি ছিল আনন্দে ভরা। শাহরুখের মতো ব্যস্ত তারকা তাঁর ব্যস্ত সময়সূচী থেকে দীপিকার পরিবারের নতুন সদস্যের জন্য সময় বের করেছিলেন এটা দেখে সকলেই বেশ উচ্ছ্বসিত হয়ে পড়েন। বলিউডের অভিজাত বৃত্তের প্রথম কয়েকজনের মধ্যে শাহরুখ খান অন্যতম, যে খুদের সঙ্গে দেখা করেছেন।

আরও পড়ুন: 'সবাই আমাদের ভালো চায় না ইউভান…' ছেলের জন্মদিনে আরজি কর কাণ্ডের রেশ টেনে কেন এমন বললেন রাজ?

রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, হাসপাতালে কয়েকদিন থাকার পর দীপিকা ও তাঁর নবজাতককে খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে। ইতিমধ্যে, বাবা রণবীর তাঁর স্ত্রী এবং কন্যার বাড়ি ফেরার জন্য দারুণ চমকের আয়োজন করেছেন। বাড়িতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিশেষ আনন্দ অনুষ্ঠানের প্রস্তুতি। দম্পতির জীবনে শুরু হয়েছে নতুন অধ্যায়, তাই তা নিয়ে তাঁদের মধ্যে উত্তেজনা বেশ তুঙ্গে। পাশাপাশি ভক্তরাও তাঁদের সুন্দর মুহূর্তের নানা ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে! একসঙ্গে তিনজনকে দেখার জন্য এখন থেকে উত্তেজিত হয়ে পড়েছেন অনুরাগীরা। জি নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, দম্পতি তাঁদের সন্তানের জন্য নো-ফটো নীতি অনুসরণ করবে৷

দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং একটি মনোগ্রাহী ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাঁদের মেয়ের কথা জানান। রবিবার প্রথম সন্তানের জন্ম দেন দম্পতি। দীপবীরের কোল আলো করে আসে এক ফুটফুটে রাজকন্যা। আর এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দে রীতিমতো ডগমগ তাঁর ভক্তরা। সোশ্যাল মিডিয়াতে সকলে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন দম্পতিকে।

আরও পড়ুন: ‘নিজের জন্য রুখে দাঁড়াতে হয়…’, অহংকারী বলে অপমান! অনন্যাকে কড়া জবাব সিদ্ধান্তের

প্রসঙ্গত, ৭ সেপ্টেম্বর দীপিকা পাড়ুকোনকে ভর্তি করা হয় হাসপাতালে। অভিনেত্রীকে তাঁর মা উজ্জ্বলা পাড়ুকোনের সঙ্গে মুম্বইয়ের রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছিল। শনিবার হাসপাতালে যাওয়ার পথে তাঁর বেশ কয়েকটি ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানানোর দুই দিন আগে, দীপিকা এবং রণবীর শহরের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন। দম্পতির সঙ্গে ছিলেন তাঁদের পরিবারের উভয় পক্ষের সদস্যরা। পরিবারের নতুন সদস্যের সুস্বাস্থ্যের জন্য বাপ্পার কাছে প্রার্থনা করেছিলেন তাঁরা সপরিবারে।

২০১৮ সালের ডিসেম্বরে ইতালির লেক কোমোতে একটি জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দম্পতি বিয়ে করেন। তাঁদের দক্ষিণ ভারতীয় রীতিতে বিয়ে হয়েছিল, তারপরে একটি প্রীতিভোজের অনুষ্ঠান হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে গর্ভবতী হওয়ার ঘোষণা করেছিলেন এই জুটি।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

আলিপুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ দক্ষিণ আমেরিকার আলপাকা, উদ্ধার করেছিল BSF অনশনকারীদের দেখতে এলেন রাজ্যের চার চিকিৎসক, দু'জনকে হাসপাতালে ভর্তির পরামর্শ T20 বিশ্বকাপে বাংলাদেশকে উড়িয়ে ১ নম্বরে উইন্ডিজ! ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে বড় ধাক্কা! বর্ডার গাভাসকর সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত কারণে অনিশ্চিত রোহিত! বর্ডার গাভাসকর ট্রফির আগে দুঃসংবাদ অজিদের! গ্রিনের সার্জারি নিয়ে জল্পনা তুঙ্গে… নবরাত্রির মহাষ্টমীতে হয় মহাগৌরীর আরাধনা, জেনে নিন এই দিনের বিশেষ নৈবেদ্য পরমাণু অস্ত্র বর্জন করতে রাজি করিয়েছিলেন তিন দেশকে... দাবি ট্রাম্পের উৎসবে ‘না’, বাইরে বা বেরোলেও বাড়িতে কীভাবে পুজো কাটাচ্ছেন সোহিনী ভিডিয়ো-ভারতের গলি ক্রিকেটের চিত্র অস্ট্রেলিয়ার শিল্ডে! ঝোপে ঢুকে বল খুঁজলেন লিয়ঁ আরজি করে রক্তমাখা গ্লাভস! উঠল চাঞ্চল্যকর অভিযোগ, ছড়িয়েছে আতঙ্ক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.