কিছুদিন আগেই বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছিল শাহরুখ খানের। না, কোনও সিনেমা বা কোনও অ্যাওয়ার্ড শোয়ের ভিডিয়ো ছিল না। বরং একটি বিয়েবাড়িতে অতিথি হয়ে গিয়েছিলেন তিনি। দিল্লির সেই বিয়েবাড়িতে যাওয়ার জন্য কত পারিশ্রমিক নিয়েছেন কিং খান? সত্য প্রকাশ্যে আনলেন সেই বিয়েবাড়িতে নতুন কনেকে যে মেকআপ আর্টিস্ট সাজিয়েছিলেন।
আরও পড়ুন: কনসার্টের মাঝে হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়তে পড়তে বাঁচলেন এপি ধিলোঁ! নিমেষে ভাইরাল ভিডিয়ো
আরও পড়ুন: মিলতে পারে বলিউডের তিন খানদান, সবচেয়ে বড় কোল্যাবের ইঙ্গিত দিলেন আমির খান
কী ঘটেছে?
সম্প্রতি এমন একাধিক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে একটি ইভেন্টে শাহরুখ খান কখনও ঝুমে জো পাঠান গানটির সুর নাচছেন। কখনও আবার নতুন কনেকে তাঁর সৌন্দর্যের জন্য প্রশংসা করছেন। দিচ্ছেন তাঁর ছবি ডায়লগ। জব তক হ্যায় জান ছবির আইকনিক সংলাপ বলতে শোনা যায় এদিন কিং খানকে। শুধুই কি তাই বর কনে যখন মঞ্চে রোম্যান্স করছেন তখন তাঁদের জড়িয়ে ধরে তিনি। কিন্তু এত সব যে করলেন তার জন্য কত পারিশ্রমিক নিয়েছেন শাহরুখ? কারণ এরম ইভেন্ট সেলেবরা পয়সার বিনিময়ে অ্যাটেন্ড করেন।
এদিন দিল্লির সেই বিয়েবাড়িতে নতুন কনেকে যে মেকআপ আর্টিস্ট সাজিয়েছিলেন তিনি ভিডিয়ো শেয়ার করেন সেই অনুষ্ঠানের। সঙ্গে অমৃত কৌর নামক এই মেকআপ আর্টিস্ট লেখেন, 'শাহরুখ খান আপনি আমার দিন বানিয়ে দিলেন। আপনি যেভাবে আমার সাজানো কনের প্রশংসা করলেন তাতে আমি মুগ্ধ। তাঁর এই বিশেষ দিনের লুকের আপনি যেভাবে তারিফ করেছেন তাতে ভীষণ খুশি হয়েছি আমি। আমার কঠিন পরিশ্রম অবশেষে কাজে এল।'
তাঁর এক পোস্টে এক ব্যক্তি লেখেন, 'কত টাকা নিয়েছেন?' এর জবাবে অমৃত লেখেন, 'উনি ফ্যামিলি ফ্রেন্ড হন।' বলাই বাহুল্য শাহরুখ কিন্তু আদতে দিল্লির ছেলে। যদিও এদিন এটা স্পষ্ট হয়নি যে তিনি বরপক্ষের তরফে সেখানে গিয়েছিলেন নাকি কনেপক্ষের। এরপর আরও একজন এই পোস্টে জিজ্ঞেস করেন যে শাহরুখ ওখানে অতিথি হিসেবে গিয়েছিলেন নাকি পারফর্ম করতে? তাতে সেই মেকআপ আর্টিস্ট জানান, 'স্টেজে পারফর্ম করছেন যে সেটা তো দেখাই যাচ্ছে।'
প্রসঙ্গত শাহরুখ খান ২০২৩ সালে পরপর ৩ টি ব্লকবাস্টার হিট উপর দিয়েছিলেন। তাঁকে শেষবার ডাঙ্কি ছবিটিতে দেখা গিয়েছিল। আগামীতে তাঁকে সুজয় ঘোষের ছবি কিংয়ে দেখা যাবে। সেই ছবিতে তাঁর সঙ্গে থাকবেন তাঁর মেয়ে সুহানা খান। সঙ্গে কানাঘুষোয় শোনা যাচ্ছে অভিষেক বচ্চন, যিশু সেনগুপ্ত, প্রমুখ থাকবেন।