৫৯তম জন্মদিন পালন করলেন শাহরুখ খান। তবে এবার প্রথা ভেঙেছেন। মন্নতের বারান্দায় আর দেখা যায়নি সেই দুই হাত ছড়িয়ে পোজ। যদিও কিছু ভক্তদের নিয়ে একটি ইনডোর ইভেন্টের আয়োজন করেছিলেন তিনি। সেখানেই কিং খান জানান, জন্মদিনের দিন একটু দেরিতে ঘুম থেকে উঠেছেন। আর তারপর সময় কাটান মেয়ে সুহানা ও ছোট ছেলে আব্রাম খানের সঙ্গেষ
শাহরুখ কী বললেন
তারকার একটি ফ্যান পেজ এক্স-এ একটি ভিডিও শেয়ার করেছে যেখানে শাহরুখকে প্রশ্ন করা হয়েছিল পরিবার থেকে পাওয়া শিক্ষা নিয়ে। যাতে তিনি জানান, ‘গতকাল রাতে ডিনার ছিল বলে আজ দেরি করে ঘুম থেকে উঠেছি। তাই আমি জেগে উঠলাম এবং আমার ছোট ছেলে আব্রামের সঙ্গে সময় কাটালাম। ওর কিছু সমস্যা ছিল, ওর আাইপ্যাড ঠিক করে চলছিল না। এরর মেয়ে ওর সমস্যা নিয়ে এল… পোশাকের ফিটিংস ঠিক নেই। তারপর বড় ছেলে…’
তিনি আরও বলেন, ‘আমি আমার পরিবার থেকে শিখেছি যে, যত বেশি বাচ্চা হবে, মানুষকে তত ধৈর্যশালী হতে হবে। আমি আমার বাড়ি থেকে কাজের জায়গায় এই শিক্ষাটাই নিয়ে যাই। যা হল অনেক ধৈর্য, অনেক ভালোবাসা, অনেক যত্ন। যার যা চলছে না, তা আমি ঠিক করতে থাকি শ্যুটিংয়েও। আমি মনে করি ধৈর্য একমাত্র জিনিস যা আমি আমার পরিবার থেকে শিখেছি।’
শাহরুখ তাঁর ইনস্টাগ্রামে এই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত ভক্তদের প্রতি কৃতজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন। ছবিতে দেখা যাচ্ছে, মঞ্চে তাঁর সিগনেচার আর্ম-ছড়ানো প্রশস্ত পোজ দিয়েছেন তিনি। ‘এখানে আসার জন্য এবং আমার সন্ধ্যাকে বিশেষ করে তোলার জন্য আপনাকে ধন্যবাদ ... যারা আমার জন্মদিনে এটি তৈরি করেছেন তাদের সবার প্রতি আমার ভালোবাসা। আর যাঁরা পারেননি, তাঁদের জন্য আমার সমস্ত ভালবাসা পাঠাচ্ছি।’
শাহরুখও ভক্তদের জন্য একটি বিশেষ ডান্স পারফরমেন্সও করেন। অভিনেতাকে মঞ্চে ঝুমে জো পাঠানের সঙ্গে নাচতে দেখা যায়। সেই সময় দর্শকাসনে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এমনকী, নি্জেদের জায়গায় দাঁড়িয়ে হাত-পা মেলাচ্ছিলেন তাঁরাও।
মনে করা হচ্ছে, মুম্বইতে বাবা সিদ্দিকিকে হত্যা, বিষ্ণোইদের সলমন খানকে বারংবার খুনের হুমকি দেওয়াতে এবার বিশেষ সাবধানী হয়েছেন কিং খান। তাই বরাবরের মতো না হেঁটে, এবারে জন্মদিনের প্ল্যানিংয়ে এই বদল এনেছেন। শাহরুখকে আগামীতে সুজয় ঘোষের 'কিং' ছবিতে দেখতে পাবেন, যেখানে কন্যা সুহানা খানকেও দেখা যাবে।