বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan-SRK Day: ‘ছাইয়া ছাইয়া’ গানে নাচ, ভক্তদের সঙ্গে কেক কাটা, শাহরুখের ‘SRK ডে’-এর ঝলক দেখুন

Shah Rukh Khan-SRK Day: ‘ছাইয়া ছাইয়া’ গানে নাচ, ভক্তদের সঙ্গে কেক কাটা, শাহরুখের ‘SRK ডে’-এর ঝলক দেখুন

মঙ্গলবার একটি ইভেন্টে ‘ছাইয়া ছাইয়া’ গানে নাচ শাহরুখের

Shah Rukh Khan-SRK Day: এ দিন মুম্বইয়ে সেন্ট অ্যান্ড্রুজ কলেজে হাজির হয়েছিলেন শাহরুখ। অভিনেতার জন্মদিনটা ‘এসআরকে ডে’ হিসেবে পালন হয়েছে করা তাঁর ফ্যান ক্লাবের তরফে। দেখুন অন্দরের ভিডিয়ো-

২ নভেম্বর দিনটা শাহরুখ খান ভক্তদের কাছে খুব স্পেশাল। কারণ এ দিন বলিউড বাদশার জন্মদিন। দেখতে দেখতে ৫৭-এ পা দিলেন তিনি। ভক্তদের কাছে শাহরুখের জন্মদিন যেন কোনও উৎসবের সমান। এ দিন মুক্তি পেয়েছে অভিনেতার বহু প্রতিক্ষীত ছবি ‘পাঠান’-এর টিজার।

এ দিন মুম্বইয়ে সেন্ট অ্যান্ড্রুজ কলেজে হাজির হয়েছিলেন শাহরুখ। অভিনেতার জন্মদিনটা ‘এসআরকে ডে’ হিসেবে পালন হয়েছে করা তাঁর ফ্যান ক্লাবের তরফে। নেটমাধ্যমে কলেজে শাহরুখের উপস্থিতির ভিডিয়ো ভাইরাল হয়েছে। স্টেজে ‘ছাইয়া ছাইয়া’ গানের তালে হুক স্টেপ অভিনেতার। পরনে কালো জ্যাকেট, সাদা প্যান্ট এবং স্নিকার্স। তাঁর জ্য়াকেটের পিছনে ‘পাঠান’ লেখা। অগুনতি মানুষের ভালোবাসা তাঁর কাছে পরম প্রাপ্তি বলে দাবি করেন অভিনেতা।

আরও পড়ুন: ‘জলের মতো পয়সা ঢেলেছি’, দুই ভাই অনিল-সঞ্জয়ের বলিউড লঞ্চ প্রসঙ্গে মুখ খুললেন বনি

কথা দিয়েছিলেন এদিন ভক্তদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাবেন, যেমন কথা তেমন কাজ শাহরুখের। অভিনেতা যথা সময় পৌঁছে যান ফ্যান ক্লাবের আয়োজিত অনুষ্ঠানে। এমনকি স্টেজে ভক্তদের সঙ্গে দাঁড়িয়ে কেক কাটেন। তেতলা সেই কেকের উপর ‘SRK’ লেখা ছিল। দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে ছবির গানে সিগনেচার পোজে দেখা মেলে তাঁর।

আরও পড়ুন: ব্রেন স্ট্রোকের পর হাওড়ার হাসপাতালে ভর্তি, শরীরে কী সমস্যা রয়েছে ঐন্দ্রিলার

২০২১ সালটা শাহরুখের জীবনে নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে। করোনার জেরে দীর্ঘদিন কাজ বন্ধ ছিল। ফলে পিছিয়েছিল ছবির শ্যুটিং। অবশেষে ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাঠান’। এই ছবি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরছেন তিনি। ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন আর জন আব্রাহামও। এরপর ওই বছরই জুনে মুক্তি পাবে ‘জওয়ান’। বছরের শেষে আসছে ‘ডানকি’। অতএব ২০২৩ সালটা ভক্তদের জন্য ত্রিপল ধামাকা রাখছেন শাহরুখ।

বন্ধ করুন