শনিবার রাতে ছিল ‘গদর ২’-এর সাকসেস পার্টি। আশা করা যাচ্ছে, চতুর্থ রবিবারেই অর্থাৎ ২৪ নম্বর দিনেই ৫০০ কোটির ঘরে পা রেখে দেবে সানি দেওলের সিনেমা। আর এই সাফল্য উদযাপনের কোনও সুযোগই ছাড়ছেন না নির্মাতারা। সেই পার্টিতে হাজির ছিলেন শাহরুখ-গৌরী থেকে কার্তিক আরিয়ান, ধর্মেন্দ্র, সিদ্ধার্থ-কিয়ারা-র মতো তারকারা।
অনলাইনে ভাইরাল গদর ২-এর সাকসেস পার্টির একাধিক ভিডিয়ো, ছবি। পাপারাজ্জো অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে শাহরুখ আর গৌরীকে। বরের হাত ধরে আছেন গৌরী। আর শাহরুখ যেন এখন মুগ্ধ তাঁর লেডি লাভের সৌন্দর্যে। চোখই ফেরাতে পারছেন না গৌরীর থেকে।
কালো শার্ট-কালো কার্গো প্যান্ট আর ধুসর রঙের ব্লেজারে দেখা গেল শাহরুখকে। চুলে বাঁধা পনিটেল। গৌরীর পোশাকেও ছিল কালোর ছাপ।
পুরনো মনোমালিন্য ভুলে শুধু যে ‘গদর ২’-এর সাকসেস পার্টিতে এলেন শাহরুখ তাই নয়, সানি দেওলের কাঁধে হাত রেখে ছবিও তুললেন। জড়িয়ে ধরলেন গলাও। দেখে কে বলবে, এই দুই অভিনেতাই দীর্ঘ সময় একে-অপরের মুখ দেখেননি।
শাহরুখ আর সানির একসঙ্গে কাজ করেছেন ১৯৯৩ সালের সিনেমা ‘ডর’-এ। এই সিনেমার সাফল্যের পর ভিলেন চরিত্রে থাকা শাহরুখকে নিয়ে মাতামাতি নাকি মেনে নিতে পারেননি সানি। ছবিতে নায়ক (সানি দেওল)-এর থেকে বেশি প্রাধান্য পেয়েছে ভিলেন (শাহরুখ) এমনটাই মত ছিল ধর্মেন্দ্র-পুত্রের। সেই থেকেই নাকি কথা বন্ধ ছিল দুজনের। তবে পুরনো বিবাদ মিটিয়ে দিল ‘গদর ২’-এর সাফল্য। আরও পড়ুন: দেবকে ছাপিয়ে গেল সানি-প্রেম! বাংলায় রমরমা গদর ২-র, ব্যোমকেশের তিন সপ্তাহে আয় কত?
এদিকে ৭ সেপ্টেম্বর আসছে শাহরুখ খানের ‘জাওয়ান’। যার প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে ১ সেপ্টেম্বর থেকেই। দিনকয়েক আগে Ask SRK সেশনে বাদশা জানিয়েছিলেন, নতুন মাস পরার অপেক্ষায় আছেন। যাতে সবাই মাইনে পেয়ে যায় ও গোটা পরিবারের জন্য টিকিট কিনতে পারে একসঙ্গে। জওয়ান ফ্যামিলি এন্টারটেনমেন্ট হতে চলেছে।
গদর ২-এর সাকসেস পার্টিতে এছাড়াও ছিলেন করণ জোহর, মণীশ মলহোত্রা, জোয়া আখতার, রাজকুমার রাও, অনন্যা পাণ্ডে, আদিত্য রায় কাপুর, অর্জুন কাপুর, অভিষেক বূচ্চন, অনুপম খের, সুনীল শেট্টি, রকুল প্রীত সিং, জ্যাকি ভাগনানি, বরুণ ধাওয়ান। দেওল পরিবার থেকে এসেছিলেন সানির বাবা ও ভাই ববি ও ধর্মেন্দ্র।