গত বছর প্রায় ৪ বছর পর ফিরে একের পর এক ধামাকা উপহার দিয়েছিলেন শাহরুখ খান। তিনটির মধ্যে তিনটিই হিট। বলা ভালো দুটো ব্লকবাস্টার হিট যা বলিউডের সব রেকর্ড ভেঙেছিল। এবার কিং খান ভক্তরা মুখিয়ে আছে তাঁর পরের ছবি কিং নিয়ে। আর ইতিমধ্যেই সেই ছবি নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। এখানে আবার শাহরুখের সঙ্গে তাঁর মেয়েও থাকবেন। আর এসব উত্তেজনা, উন্মাদনার মধ্যে প্রকাশ্যে এল এই ছবিতে শাহরুখের লুক কেমন হবে সেটা।
কিং ছবিতে শাহরুখের লুক প্রকাশ্যে
জওয়ান ছবিতে শাহরুখ খানকে একেবারে রাফ অ্যান্ড টাফ লুকে দেখা গিয়েছিল। মনে করা হচ্ছে এবার তিনি কিং ছবির জন্য আবারও সেই লুক ফিরিয়ে আনতে চলেছেন। সেই রাফ অ্যান্ড টাফ লুকেই শাহরুখ ধরা দেবেন কিং ছবিতে।
আরও পড়ুন: সৃজিতের আগামী ছবি যেন নক্ষত্রের হাট! ঋত্বিক - পরম - কৌশিক সহ কারা বলছেন 'সত্যি বলে সত্যি কিছু নেই'?
আরও পড়ুন: ২৬ কোটি ৭৬ লাখের কেবল বাড়ি! সোনা - হিরে - গাড়ি মিলিয়ে মোট কত সম্পত্তির মালিক কঙ্গনা?
যে ছবিগুলো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে শাহরুখের মুখে জওয়ান ছবির মতো সাদা দাড়ি। চোখে সানগ্লাস। আর তাঁর এই ছবি প্রকাশ্যে আসার পরই রীতিমত হইচই পড়ে গিয়েছে। কিন্তু এই লুকেই যে শাহরুখকে কিং ছবিতে দেখা যাবে সেটা কী করে বোঝা গেল? আসলে কিছুদিন আগে শাহরুখ খানকে একটি ম্যাচে তাঁর চেনা কালো দাড়িতেই দেখা গিয়েছিল। ফলে অনুমান করা হচ্ছে যে সাদা দাড়ির ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সেটা আদতে কিং ছবির।
কিং ছবিতে শাহরুখকে ডনের চরিত্রে দেখা যাবে যে সে কথা আগেই জানা গিয়েছিল। তবে সেটা কতটা আলাদা হবে তাঁর করা অন্যান্য চরিত্রের থেকে সেটা সময় এলেই জানা যাবে।
আরও পড়ুন: সেই চলন সেই বলন, সৃজিত - চঞ্চলের জুটি প্রত্যাশা বাড়াল পদাতিক নিয়ে, প্রকাশ্যে ঝলক
প্রসঙ্গত সুহানা খানের একটি প্রথম ছবি হবে যেটা বড়পর্দায় মুক্তি পাবে। শাহরুখকে একেবারে অদেখা নতুন অবতারে দেখা যাবে বলেই জানা গিয়েছে। সুজয় ঘোষ এই ছবিটির পরিচালনা করছেন।