একের পর এক শট দিয়ে চলেছেন 'বলিউড কিং' শাহরুখ। তবে পরিচালকের কিছুতেই পছন্দ হচ্ছে না। পরিচালক তাঁকে নানান ভাবে শট দিতে বলছেন, 'এক অউর, এক অউর' (আরও একটা) করেই চলেছেন। ধৈর্য ধরে টেকের পর পর টেক দিয়ে চলেছিলেন শাহরুখ। তাও পছন্দ হয়না। এবার চটেই গেলেন 'বাদশা'। শাহরুখ রেগে গিয়ে বললেন, ‘তেরে বাপকা রাজ হ্যায় কেয়া?’
ওমনি ক্য়ামেরার পাশ থেকে মুখ বাড়িয়ে হাসিমুখে উত্তর এল ‘হ্য়াঁ’। যাঁকে দেখা গেল তিনি আরিয়ান খান। তবে শাহরুখের রাগ তখনও কমেনি, বললেন, ‘চুপ, আব ম্যায় টেক করুঙ্গা, তুম সব চুপচাপ দেখোগে, অউর শিখোগে (চুপ, এবার আমি টেক দেব, তোমরা চুপচাপ দেখবে আর শিখবে)’। আর এরপরই SRK বললেন, ‘পিকচার তো সালো সে বাকি হ্যায়, পর শো আব শুরু হোগা। The Biggest, The Baddest, The Bravest, The Wackiest, Funnyest, Cheekiest, Maddest, Filmiest Show On the earth. আর এই শোয়ের নাম The Ba…ds of Bollywood’। কিং খানের এই ডায়ালগের পর সেটে তখন উল্লাসের সুর। বোঝা গেল বেশ পছন্দ হয়েছে। পাল্টা উত্তরে সকলকে ধন্যবাদ জানালেন তিনি।
আরও পড়ুন-প্রসেনজিৎ-এর প্রতিপক্ষ জিৎ! আছেন শাশ্বত, পরমব্রত, খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার-এর গল্পটা কী?
কিন্তু ঠিক এরপরই আরিয়ান উঠে মুখ কাচুমাচু করে বললেন, ‘পাপা ক্যামেরা রোল নেহি হুয়া! এক অউর মিলেগা’। আর তখনই রনং দেহি মেজাজে ছেলের দিকে তেড়ে গেলেন কিং খান, 'তেরি তো…'। ঘাবড়ে গিয়ে 'জওয়ান'-এর ডায়ালগ আওড়ে আরিয়ান বললেন, ‘পাপা বেটেকো হাত লাগানে সে প্যাহেলে…।’ ব্যস ওই পর্যন্তই। এরপরই পর্দায় ভেসে উঠল, পরিচালনায় আরিয়ান খান। হ্য়াঁ, শাহরুখ পুত্রের পরিচালনায় প্রথম ওয়েবসিরিজ আসছে নেটফ্লিক্সে। আর সেটাই চমকদারভাবে ঘোষণা করলেন খোদ বাদশা।
ছেলের ডেবিউ সিরিজ বলে কথা, কিং খান শাহরুখ যে তাঁকে বড়সরভাবে লঞ্চ করবেন আশাতীতই ছিল। এদিন আরিয়ানের এই ওয়েব সিরিজের কথা ঘোষণা করে শাহরুখ বলেন, ‘সবকিছু এরাঁই সামলে নেন। আমি শুধু নামে প্রযোজক। আমার কাজটা খুবই সোজা। আসল কাজ করে, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্য়কার, আর প্রোডাকশনের লোকজন ম্য়ায় তো সির্ফ এক ব্লাডি স্টার হুঁ…।’ পাশাপাশি এদিন আরিয়ানের ওয়েব সিরিজ লঞ্চ অনুষ্ঠানে ছেলে ও মেয়ের জন্য দর্শকদের ভালোবাসা প্রার্থনা করেন শাহরুখ।