বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh-Ashutosh: আশুতোষ রানা ‘অন্তর্যামী’, দাবি শাহরুখের; পাল্টা যা লিখলেন আশুতোষ-ঘরণী রেনুকা

Shah Rukh-Ashutosh: আশুতোষ রানা ‘অন্তর্যামী’, দাবি শাহরুখের; পাল্টা যা লিখলেন আশুতোষ-ঘরণী রেনুকা

‘সাকার্স’ কো-স্টার কী বললেন শাহরুখের টুইট নিয়ে

Ask SRK: ‘অন্তর্যামী’ আশুতোষ রানা! ‘পাঠান’ কো-স্টারকে নিয়ে বেফাঁস শাহরুখ খান। শুনে কী বললেন অভিনেতা আশুতোষ রানার স্ত্রী? 

‘পাঠান’ মুক্তির আগে সোশ্যাল মিডিয়ায় ভীষণরকমভাবে অ্যাক্টিভ শাহরুখ খান। বৃহস্পতিবার রাতে ফের টুইটারে অনুরাগীদের যেমন খুশি প্রশ্ন করার ছাড় দিলেন এসআরকে। জমিয়ে আড্ডা চলল বেশখানিকক্ষণ। ‘পাঠান’ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন আশুতোষ রানা। এক অনুরাগী সহ-অভিনেতা আশুতোষ রানার সম্পর্কে জানতে চান কিং খানের কাছে। তারপর কী ঘটল?

এক অনুরাগী শাহরুখের উদ্দেশে লেখেন, ‘আশুতোষ রানাকে নিয়ে কিছু বলুন’। জবাবে বাদশা লেখেন, ‘উনি হলেন জ্ঞানী এবং অন্তর্যামী, সঙ্গে একজন দুর্দান্ত অভিনেতা অবশ্যই’।

শাহরুখের এই টুইটের জবাবে আশুতোষ রানার স্ত্রী তথা অভিনেতা রেনুকা সাহানে লেখেন, ‘আপনি ভীষণরকম দয়ালু, মহানুভব এবং সত্যবাদী’।

<p>রেনুকার জবাব</p>

রেনুকার জবাব

আশুতোষ রানাকে নিয়ে শাহরুখের টুইট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এক অনুরাগী সেই টুইটের নীচে লিখেছেন, ‘এতদিন জানতাম উনি অসাধারণ অভিনেতা, আজ আপনার কাছে জানলাম উনি জ্ঞানী এবং অন্তর্যামীও’।

পাঠান ছবিতে কর্নেল সুনীল লুথরার চরিত্রে রয়েছেন আশুতোষ রানা। পরিচালক সিদ্ধার্থ আনন্দের ছবির ট্রেলার মুক্তি পেয়েছে গত ১০শে জানুয়ারি। এই ছবিতে ‘র’ (RAW) এজেন্ট হিসাবে দেখা যাবে শাহরুখ খানকে। অন্যদিকে পুলিশের ভূমিকায় রয়েছেন দীপিকা। অন্যদিকে ‘ভিলেন’ হিসাবে থাকছেন জন আব্রাহাম। ছবিতে অপর এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ডিম্পল কাপাডিয়াকে। আগামী ২৫শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে পাঠান।

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত নাম আশুতোষ রানা। ‘দুশমন’, ‘সংঘর্ষ’-এর মতো ছবিতে তাঁর অভিনয় আজও ভুলতে পারেনি হিন্দি সিনেপ্রেমীরা। সম্প্রতি ‘আরণ্যক’ ওয়েব সিরিজে দেখা মিলেছে তাঁর, গত বছর ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। সূত্রের খবর ‘পাঠান’-এর কর্নেল সুনীল লুথরাকে দেখা যাবে সলমনের ‘টাইগার ৩’তেও।

হনসল মেহতার ছবির প্রিমিয়ারে রেনুকাকে প্রথম দেখেছিলেন আশুতোষ রানা। কমন ফ্রেন্ড রাজেশ্বরীর সচদেব-এর মাধ্যমে দুজনের আলাপ। পরবর্তীতে পরিচালক রবি রাই-এর কাছে রেনুকার বাড়ির ল্যান্ডলাইন নম্বর নিয়েছিলেন অভিনেতা। ফোনই জমে বন্ধুত্ব, সেখান থেকে প্রেম। এরপর ২০০১ সালে বিয়ের পর্ব সেরেছিলেন দুজনে। তাঁদের দুই সন্তান শৌর্যরমন রানা এবং সত্যেন্দ্র রানা।

নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম পরিচিত মুখ ছিলেন রেনুকা। সলমন-মাধুরীর ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবিতে মাধুরীর দিদির চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই মরাঠি মুলগি। তবে একথা অনেকেরই অজানা রেনুকার প্রথম সিরিয়ালের সহকর্মী ছিলেন শাহরুখ। একসঙ্গে দুরদর্শনের ‘সাকার্স’-এ কাজ করেছেন তাঁরা।

আরও পড়ুন-'ইংরাজি জানে না,তবু বলা চাই', হকি বিশ্বকাপ নিয়ে ভিডিয়ো পোস্ট করে ট্রোলড শুভশ্রী

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

২ দিন নয় একদিনেই এবারের কন্যাপুজো, তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক সময় দুর্গাপুজোর সপ্তমীতে রাজ্যে আসছেন জেপি নড্ডা, একগুচ্ছ কর্মসূচি নিয়েই বঙ্গ সফর ষষ্ঠীর দিন মা দুর্গার সামনে খোশগল্পে মাতলেন কাজল-রানি, সাজে কে কাকে টেক্কা দিল? AFC-র দ্বিচারিতা! ইরান থেকে ম্যাচ সড়ছে ফিফা বিশ্বকাপের! অথচ শাস্তি মোহনবাগানকে… দেবী দুর্গার সামনে ‘জাস্টিস’ চাওয়ায় ৯ জনকে তুলে নিয়ে গেল পুলিশ! উত্তাল লালবাজার ‘‌কলঙ্কিতদের কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাতে হবে’‌, মুখ্যসচিবকে চিঠি ডাক্তারদের ‘হাইকোর্ট আমার পক্ষে রায় দিয়েছে…’, শামির বিরুদ্ধে ফের ফোঁস 'স্ত্রী' হাসিনের টেস্ট ক্রিকেটে দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন জো রুট, টপকাতে পারবেন পন্টিং-সচিনকে? নবরাত্রির সপ্তম দিন মা কালরাত্রির, কোন বিশেষ নৈবেদ্যে মা হন প্রসন্ন জেনে নিন ICU-তে ভরতি রতন টাটা, শারীরিক অবস্থা গুরুতর চেয়ারম্যান এমেরিটাসের- রিপোর্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.