বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘আমার হেয়ারস্টাইল নকল করেছে শাহরুখ পাঠানে’, দাবি বিগ বস-খ্যাত অভিজিৎ বিচুকলের

‘আমার হেয়ারস্টাইল নকল করেছে শাহরুখ পাঠানে’, দাবি বিগ বস-খ্যাত অভিজিৎ বিচুকলের

অভিজিৎ বিচুকলের দাবি শাহরুখ খান তাঁর হেয়ারস্টাইল নকল করেছে পাঠান ছবিতে।

২০২৩ সালের জানুয়ারিতেই মুক্তি পাবে পাঠান। এমনিতেই ছবি নিয়ে হাজার বিতর্ক। উঠছে সিনেমা বয়কটের ডাক। তার মাঝেই বিগ বসের অভিজিৎ বিচুকলের দাবি তাঁকে দেখেই নাকি পাঠান-এ নিজের লুক এরকম রেখেছেন শাহরুখ খান। 

শাহরুখ খানের পাঠান নিয়ে এখন নানা মুনির নানা মত! তবে বিগ বস-খ্যাত অভিজিৎ বিচুকলে যা বলল তা শুনে নিশ্চিত আপনার পেটে হাসতে হাসতে খিল ধরবে। বিগ বসের ঘরে এসে না উটপটাং কাজ করেছিলেন বিচুকলে। সেই কারণে সলমন খান থেকে বিগ বস সকলেই তাঁর কড়া সমালোচনা করেন। এবার সেই বিচুকলের মুখেই শাহরুখ খানের সমালোচনা!

সম্প্রতি মিডিয়ার কাছে এই বিগ বসের প্রাক্তনী দাবি করে, ‘শাহরুখ আমার চুলের স্টাইল বিগ বসে দেখেছিল। আর সেটাকেই পাঠানে কপি করেছে। আমি কি খেল দেখিয়েছিলাম তা শাহরুখও জানে। লোক তো বলছে, পাঠানের শাহরুখকে আমার মতো দেখতে। যেটা আমার জন্য ইতিব্য়াচক ব্যাপার।’

বিচুকলে আরও বলেন, ‘আমার আগে সঞ্জুবাবার এই লুকটা ছিল। তারপর আমি করি। আর এখন শাহরুখ খান আমাকে কপি করছে।’

প্রসঙ্গত, এই অভিজিৎ বিচুকলে নিজেকে অভিনেতা, লেখক, গায়ক, কবি হিসেবে দাবি করে থাকেন। 

২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা শাহরুখ খানের পাঠান সিনমার। এটি দিয়েই পাঁচ বছর পর বড় পরদায় ফিরবেন তিনি। তবে ছবি নিয়ে উঠেছে নানা ধরনের বিতর্ক। বিশেষ করে এই সিনেমার গান বেশরম রং নিয়ে, যাতে গেরুয়া বিকিনি পরে আছেন দীপিকা। অনেকেরই মত হিন্দুদের পবিত্র রংকে অমর্যদা করছে শাহরুখ খানের ছবি। হিন্দুত্বর দোহাই দিয়ে তাই অনেকেই ছবি বয়কটের ডাক দিয়েছে।

সিবিএফসি-র তরফেও সিনেমায় ও গানে কিছু কাটের নির্দেশ দেওয়া হয়েছে। পাঠান বিতর্কে আগুনে ঘি ঢেলেছেন বিজেপির কিছু নেতা। উলটো দিকে, বিরোধীরা আবার শাহরুখ-দীপিকার সিনেমার হয়েই কথা বলছে। ছবি নিয়ে রাজনীতি যতই চলুক না কেন, শাহরুখ-ভক্তরা কিন্তু অপেক্ষায় ফার্স্ট ডে ফার্স্ট শো-র। 

 

বায়োস্কোপ খবর

Latest News

স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.