গত মঙ্গলবার দুবাইয়ে গ্লোবাল ফ্রেইট সামিটে যোগ দিতে গিয়েছিলেন। মঞ্চে সঞ্চালকের সঙ্গে কথোপকথনের সময় প্রয়াত বাবা-মার কথা উল্লেখ করেন শাহরুখ খান। অভিনেতা বলেন, ‘১৪ বছর বয়সে আমার বাবা মারা যান এবং ২৪ বছর বয়সে মারা যান মা। মাত্র ১০ বছরের ব্যবধানে আমি বাবা-মাকে হারিয়েছি। সেই সময় আমি আর আমার বোন ছাড়া এই পৃথিবীতে আমাদের কেউ ছিলনা। আমাদের যাওয়ার জায়গাও ছিল না।’
(আরও পড়ুন: ভোট দিতে পৌঁছে দায়িত্বশীল বাবার ভূমিকায় শাহরুখ, ভিড় থেকে আগলালেন সুহানাকে, দেখুন ভিডিয়ো)
শাহরুখ আরও বলেন, ‘বাবা মা চলে যাওয়ার পর যে দুঃসময় কাটিয়েছিলাম আমরা, ঠিক সেই সময় আমার একদিন হঠাৎ মনে হল আমার বাবা মা হয়তো কোথাও আছেন। আমাদের দেখছেন এবং কষ্ট পাচ্ছেন। একদিন আবার ওদের সঙ্গে আমার দেখা হবে। তখন আমাদের এই দুঃসময়ের জন্য তাঁরা দুঃখ প্রকাশ করবেন।’
অভিনেতা বলেন, ‘ঠিক যেদিন থেকে আমার মনে হয় যে আমার বাবা মা আমায় দেখছেন, সেদিন থেকে আমার জীবনে সফলতার যাত্রা শুরু হয়। আমি আমার জীবনে এতটাই সফলতা অর্জন করতে চেয়েছিলাম, যাতে আমার বাবা-মায়ের কোনও কষ্ট না হয় আমাদের ছেড়ে তাড়াতাড়ি চলে যাওয়ায়। আমাদের নিয়ে যাতে তাঁদের গর্ব হয়, তার জন্য কঠোর পরিশ্রম করতে শুরু করেছিলাম আমি।’
(আরও পড়ুন: ‘এদিকটা শ্রীময়ীর মতো, ওদিকটা…’! কার মতো দেখতে কৃষভি, খোলসা করলেন কাঞ্চন)
আজ শাহরুখ নিজেই তিন সন্তানের বাবা। সন্তানদের নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার সব সময় মনে হয় আমি যদি তাড়াতাড়ি মারা যাই তাহলে আমি অপরাধী হয়ে থাকবো আমার সন্তানের কাছে। আমার সন্তানদের সব সময় আগলে রাখার জন্য আমি নিজেও সুস্থ থাকার চেষ্টা করি। ওদের জীবনে যেন কিছুর অভাব না থাকে, সেটাই আমার জীবনের অন্যতম প্রধান লক্ষণ।’