বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan-Virat Kohli: কেকেআরের জয়! আনন্দে বিরাটের সঙ্গে ঝুমে জো পাঠানে নাচ শাহরুখের, দেখুন ভিডিয়ো

Shah Rukh Khan-Virat Kohli: কেকেআরের জয়! আনন্দে বিরাটের সঙ্গে ঝুমে জো পাঠানে নাচ শাহরুখের, দেখুন ভিডিয়ো

বিরাটের সঙ্গে ঝুমে জো পাঠানে নাচ শাহরুখের

Shah Rukh Khan-Virat Kohli: ইডেন গার্ডেনসে এদিন দর্শকরা এক অনবদ্য দৃশ্যের সাক্ষী থাকলেন। এক তো কেকেআরের জয়ে মজলেন সবাই। অন্যদিকে বিরাটের সঙ্গে শাহরুখকে নাচতে দেখা গেল এদিন।

শুরুটা মন্দ হলেও ৬ তারিখের ম্যাচে আচমকাই খেলা ঘুরে গেল কেকেআরের। আরসিবির বিরুদ্ধে এদিন জয় পায় কেকেআর। আর সেই জয়ের আনন্দকে এদিন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিলেন কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খান। তাঁর সঙ্গে ছিলেন কন্যা সুহানা এবং জুহি চাওলা।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই হারের কথা ভুলে যাতে চেনা ছন্দে দল ফিরতে পারে তার জন্য সাহস জোগাতে এদিন মাঠে উপস্থিত ছিলেন খোদ ‘পাঠান’। দলের হয়ে গলা ফাটান তিনি এদিন। ভোলেন না নাচ করতেও।

ক্রিকেটের নন্দন কাননে এদিন বেজে ওঠে ঝুমে জো পাঠান। আর তাতেই কালো রঙের হুডি, প্যান্ট আর সানগ্লাস পরে কোমর দোলালেন কিং খান। তবে আসল চমক তো এল সব শেষে! বিরাট কোহলির সঙ্গে নাচলেন শাহরুখ।

হ্যাঁ, বিরাট কোহলি বিপক্ষীয় দলের তো কী? জয়ের আনন্দ ভাগ করতে এদিন ম্যাচের শেষে মাঠে গিয়ে শাহরুখ তাঁকে আলিঙ্গন করেন। একপ্রকার নাচতে নাচতে গিয়েই তিনি বিরাটকে জড়িয়ে ধরেন। করেন কুশল বিনিময়। এদিন তাঁদের একসঙ্গে ঝুমে জো পাঠান গানের ছন্দে নাচ করতে দেখা যায়। শাহরুখ রীতিমত তাঁকে এই গানের আইকনিক স্টেপ শেখান মাঠে বসে।

এদিন কেকেআরের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আছে সেখানেও শাহরুখের ছবি শেয়ার করা হয়। সঙ্গে গুবরাজের মারমুখী অবতারের একটি ছবি। এই পোস্টের ক্যাপশনে লেখা হয়, 'বাজিগর অফ দ্য ফিল্ড, গুর-বাজিগর অন দ্য ফিল্ড।' এদিন টসে জেতে আরসিবি। কেকেআরকে প্রথমে ব্যাট করতে পাঠায় বিরাটের দল। দলের দায়ভার এদিন গুবরাজ নিজের কাঁধে তুলে নেন আইয়ার, মনদীপ, প্রমুখ রান করতে ব্যর্থ হলে। এইবার প্রায় তিন বছর পর হোম গ্রাউন্ডে খেলল কেকেআর।

২০০৮ সাল থেকেই ইডেন হোক বা অ্যাওয়ে ম্যাচ, সবেতেই দলকে সমর্থন জানানোর জন্য শাহরুখকে হাজির থাকতে দেখা গিয়েছে। দলের জন্য গলা ফাটিয়েছেন তিনি।

বন্ধ করুন