সলমনের পর এবার শাহরুখ। খুনের হুমকি দেওয়া হয়েছে এবার খোদ বলিউড কিং-কে। আর সেই মামলার তদন্তে এবার নয়া মোড়। উঠে এল রায়পুরের এক আইনজীবীর করা পুরনো এক FIR-এর প্রসঙ্গ। যে আইনজীবী নাকি শাহরুখের বিরুদ্ধে আগেই অভিযোগ জানিয়েছিলেন।
ঠিক কী ঘটেছে?
'বাদশা'কে খুনের হুমকি দিয়ে সম্প্রতি বান্দ্রা থানায় আসে একটা উড়ো ফোন। শুধু হুমকিই নয়, দাবি করা হয় ৫০ লক্ষ টাকা। ঘটনার তদন্তে নেমে মুম্বই পুলিশ জানতে পারে সেই ফোনটি এসেছিল রায়পুরের এক আইনজীবীর ফোন থেকে। যদিও তিনদিন আগেই তাঁর সেই ফোনটি চুরি হয়ে গিয়েছে। সেই আইনজীবী তাঁর হারানো ফোনের বিষয়ে রায়পুর পুলিশের কাছে একটা FIR-ও দায়ের করেছিলেন।
পুলিশ সূত্রে খবর, হুমকি দিয়ে যিনি ফোন করেছিলেন, তিনি নিজেকে 'হিন্দুস্তানি' বলে দাবি করেন। এই ঘটনায় ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ৩০৮(৪) এবং ৩৫১(৩)(৪) ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে মুম্বই পুলিশের এক তদন্তকারী দল রায়পুরে পৌঁছে ওই আইনজীবীকে জেরাও করেন। তিনি জানিয়েছেন, '২ নভেম্বর আমার ফোন চুরি হয়ে যায় এবং আমি অভিযোগ দায়ের করি। বিষয়টি মুম্বই পুলিশকে জানিয়েছি। ওরা আমাকে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে।
আরও পড়ুন-বহুদিন পর আবারও টেলিভিশনের পর্দায় ফিরছেন অপরাজিতা! কোন সিরিয়াল? নায়ক-ই বা কে?
তদন্তে যা উঠে এসেছে…
এদিকে পুলিশি তদন্তে উঠে এসেছে যে আইনজীবীর ছিনতাই হওয়া ফোন থেকে কিং খানকে খুনের হুমকি দেওয়া হয়, তিনিও এর আগে শাহরুখের বিরুদ্ধে FIR দায়ের করেছিলেন। ১৯৯৪ সালে শাহরুখের ছবি 'আনজাম'-এর হরিণ শিকার সংক্রান্ত কিছু সংলাপের বিষয়ে আপত্তি তুলেছিলেন ওই আইনজীবী।
সেসময় ওই আইনজীবী বলেছিলেন ‘আমি রাজস্থান থেকে এসেছি। বিষ্ণোই সম্প্রদায় (যাঁরা রাজস্থানের) আমার বন্ধু। হরিণ রক্ষা করা তাঁদের ধর্ম। সুতরাং কোনোও মুসলমান যদি হরিণ সম্পর্কে এধরনের কিছু বলে তাহলে তা নিন্দনীয়। তাই আমি আপত্তি তুলেছিলাম’। তবে আইনজীবীর দাবি, ‘আমার ফোন থেকে যারা এই ফোন করেছেন, মনে হচ্ছে তাঁরা ইচ্ছাকৃত ভাবেই এটা করেছেন। মনে হয়, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’
শাহরুখ-সলমন
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে গত মার্চে সলমন খান যে হুমকি ফোন পেয়েছিলেন, শাহরুখকে খুনের হুমকি ফোনটিও প্রায় একই রকমের। ইতিমধ্যেই ঘটনার পর থেকে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে ভাইজানকে। ২৪ ঘন্টা তাঁর বাড়িতে মোতায়েন রয়েছে সশস্ত্র কর্মী সহ ওয়াই-প্লাস সুরক্ষা কভারেজ। এদিকে হুমকির ঘটনায় শাহরুখের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।