শাহরুখ খান ‘মুফাসা: দ্য লায়ন কিং’-এর হিন্দি সংস্করণে ‘মুফাসা’-এর চরিত্রে কণ্ঠ দিয়েছেন সে কথা সকলেই জানেন। ছবির ট্রেলারেই তার আভাস মিলে ছিল। কিন্তু সম্প্রতি তিনি একটি ভিডিয়োর মাধ্যমে জানিয়েছেন যে কীভাবে ছবির নায়ক 'মুফাসা'-এর জীবনের সঙ্গে তাঁর জীবনের মিল রয়েছে। বুধবার ওয়াল্ট ডিজনি স্টুডিওজ ইন্ডিয়া তাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো পোস্ট করে, যেখানে শাহরুখ খান ‘মুফাসা’- এর সম্পর্কে নানা কথা বলেন। পাশাপাশি কীভাবে তাঁদের জীবনের গল্প মিলে যায় তা নিয়েও বলেন নায়ক।
জঙ্গলের রাজা হিসাবে মুফাসার উত্থানের অনুপ্রেরণামূলক কাহিনী শাহরুখের জীবনের গল্পের সঙ্গে মিলে যায়। মুফাসা গল্প অধ্যবসায় এবং বিজয়ের গল্প, আর শাহরুখের গল্পটাও একেবারে তাই। তিনি ভারতের অন্যতম জনপ্রিয় সুপারস্টার। কিন্তু সেই জায়গার পৌঁছতে গিয়ে তাঁকে কম ধৈর্য্যের পরীক্ষা দিতে হয়নি। বহুল জনপ্রিয়তা, একের পর এক হিট দেওয়ার পরও তাঁকে ট্রোল হতে হয়েছে। বহু মানুষের কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। দেখতে হয়েছে খারাপ সময়। একে পর এক ফ্লপ, তারপর চারটে বছর প্রতীক্ষায় দিন গোনা, অবশেষ রাজার মতো কামব্যাক, তাক লাগানো বক্স অফিস কালেকশন। এক বছরে ৩টি হিট। আর এই ওঠা পড়ার গল্পেই মিলেমিশে একাকার মুফাসা ও শাহরুখ।
ভিডিয়োতে সেই কথা ভাগ করে নিয়েছেন নায়ক। ভিডিয়োর শুরুতেই দেখা গিয়েছে শাহরুখ বলছেন, 'ইয়ে কাহানি হ্যায় এক অ্যায়সে রাজা কি জিসে বিরাসত কি রোশনি নেহি, তানহাইয়ো কি বিরাসত মিলি (এই গল্পটি এমন এক রাজাকে নিয়ে, যিনি বিশাল উত্তরাধিকারের মাধ্যমে অন্ধকারকে জয় করে নিজের জায়গা বানিয়েছেন)।
নায়কের মতে, 'লেকিন উসকি রাগো মে বেহতা থা উকা জুনুন। অউর উসি জুনুন সে উসনে জমিন সে উথকার আসমান কো ছুয়া। জমিন পর তো কয়ি বাদশা হুকুমত করতে আয়ে হ্যায় পর উসনে রাজ কিয়া সভি কে দিলন পার। হালাথ কি আন্ধিয়োঁ সে উথা, এক সচ্চা রাজা। কাফি মিলতি জুলতি হ্যায় না ইয়ে কাহানি (হাসি)? পার ইয়ে কাহানি হ্যায় মুফাসা কি (কিন্তু তাঁর প্যাশন ছিল। সেই আবেগ নিয়েই তিনি মাটি থেকে উঠে আকাশ ছুঁয়েছিলেন। অনেক রাজা দেশ জয় করেছিলেন, কিন্তু তিনি মানুষের মনজয় করেছিলেন। তিনি তাঁর কঠিন অবস্থা থেকে উঠে এসেছিলেন, একজন সত্যিকারের রাজা মতো। গল্পটায় আমার সঙ্গে মিল পাচ্ছেন, একই রকম শোনাচ্ছে, তাই না? তবে এটা মুফাসার গল্প।) ভিডিয়োটিতে আসন্ন ছবির বেশ কয়েকটি দৃশ্যও দেখানো হয়েছে।
আরও পড়ুন: বিয়ে বাড়িতে সেজে উঠুন বি-টাউনের নায়িকাদের মতো! দিশা থেকে অনন্যা দিচ্ছেন টিপস
‘মুফাসা’-এর সম্পর্কে
ছবিটির হিন্দি সংস্করণে শাহরুখের বড় ছেলে আরিয়ান খান কণ্ঠ দিয়েছেন 'সিম্বা'-এর। তরুণ 'মুফাসা'-এর কণ্ঠে কণ্ঠ দেবেন আব্রাম খান। এতে পুম্বার চরিত্রে সঞ্জয় মিশ্র, 'টিমন'-এর চরিত্রে শ্রেয়াস তালপাড়ে এবং টাকা চরিত্রে মিয়াং চ্যাং চরিত্রে কণ্ঠ দেবেন। ছবিটি পরিচালনা করেছেন ব্যারি জেনকিন্স। 'ডিজনির মুফাসা: দ্য লায়ন কিং' ২০২৪ সালের ২০ ডিসেম্বর ইংরেজি, হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ভারতে মুক্তি পাবে।