সুদূর আরবের শারজাহে রয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান। ‘শারজাহ ইন্টারন্যাশনাল বুক ফেয়ার ২০২২’-এ যোগদান করতে গিয়েছেন। শুক্রবার অনুষ্ঠানে বিশেষ সম্মানে সম্নানিত হন অভিনেতা। চলচ্চিত্র ও সংস্কৃতির আন্তর্জাতিক আইকন হিসেবে অবদানের জন্য গ্লোবাল আইকন অফ সিনেমা অ্যান্ড কালচারাল ন্যারেটিভ পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে।
সম্মান হাতে নিয়ে মঞ্চে দাঁড়িয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহরুখ। একই সঙ্গে এ দিন নিজের কাজ, পরিবার এবং ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন। সেখানেই প্রয়াত বাবা-মায়ের সম্পর্কে জিজ্ঞেস করা হয় শাহরুখককে। ভক্তদের কাছে এত ভালোবাসা, নিজের সাম্রাজ্য তৈরির পর অনুভূতি কেমন?
‘আমার মনে হয় মা আমাকে দেখে প্রথমেই বলত, তুমি অনেক রোগা হয়ে গিয়েছ। একটু ওজন বাড়াও। মুখটা কেমন ভিতরে ঢুকে গিয়েছে। গালগুলি কেমন চুপসে গিয়েছে। একটু বেশি করে খাওয়া দাওয়া করো', শাহরুখের মুখে একথা শুনে হো হো করে হেসে ফেলেন দর্শক।
আরও পড়ুন: ফুটবলার দীপেন্দু বিশ্বাসের চরিত্রে অভিনয়, ‘দীপু’ হয়ে আসছেন রোহন ভট্টাচার্য
অভিনেতা যোগ করেছেন, ‘তবে আমার মনে হয়, বাবা-মা আমার একটাও কৃতিত্ব অর্জন দেখলে খুব খুশি হতেন, গর্ব বোধ করতেন। যদি আমি এটাকে কৃতিত্ব বলে থাকি, আমি মনে করি এটি এমন কিছু যা আমাদের করতে হবে এবং এমন কিছু যা করার জন্য আমরা বাঁচি… আমি মনে করি, আমরা আমার তিন সন্তানকে যেভাবে মানুষ করেছি, তা দেখলে তাঁরা খুশি হতেন। তাঁরা গর্ব বোধ করতেন।’
ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ শাহরুখ। দম্পতির তিন সন্তান-আরিয়ান, সুহানা এবং আব্রাম। গত বছর মাদক-কাণ্ডে জড়ানোর অভিযোগে মুম্বই পুলিশের হাতে ধরা পড়েন আরিয়ান খান। একমাস জেলে ছিলেন। পরে বেকসুর খালাস করা হয় তাঁকে, মাদক-কাণ্ডে এনসিবির কাছ থেকে ক্লিনচিট পান তিনি। সুহানা খুব শীঘ্রই জোয়া আখতারের ‘দ্য আর্চিসে’র মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করবেন।