বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan: ‘কপাল ভালো যে…’, বহির্বিশ্বে ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব করতে পেরে খুশি শাহরুখ

Shah Rukh Khan: ‘কপাল ভালো যে…’, বহির্বিশ্বে ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব করতে পেরে খুশি শাহরুখ

শাহরুখ খান। 

শাহরুখ খান শুধু বলিউড নয়, গোটা দুনিয়ার কাছে ভীষণ জনপ্রিয়। সম্প্রতি সৌদি আরবে চলা রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে তাঁকে দেওয়া হয় বিশেষ সম্মান। 

সৌদি আরবের জেদ্দা-তে চলা রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলেন শাহরুখ খান গত সপ্তাহেই। যেখানে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে বাদশাকে কথা বলতে শোনা গেল, ভারতীয় ছবিকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে তুলে ধরতে পেরে। সঙ্গে মেনে নিলেন, অ্যাওয়ার্ড পেতে তাঁর বেশ ভালো লাগে। 

'চলচ্চিত্র শিল্পে তার ব্যতিক্রমী অবদানের স্বীকৃতি' দেওয়া হয় শাহরুখকে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষ থেকে। তার কয়েক সপ্তাহ আগে শারজাতেও তাঁকে সম্মানিত করা হয়েছিল। পেয়েছিলেন, ‘গ্লোবাল আইকন অফ সিনেমা অ্যান্ড কালচারাল ন্যারেটিভ অ্যাওয়ার্ড’। 

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষ থেকে পাওয়া অ্যাওয়ার্ডস প্রসঙ্গে বলতে গিয়ে শাহরুখ তাঁর সাক্ষাৎকারে জানান, ‘আমি নির্লজ্জভাবে বলছি আমি পুরস্কার খুব পছন্দ করি। আমি এই ধারণাটাই খুব ভালো লাগে কারণ এটি আমি যে কাজ করি তার থেকে আলাদা। আমি গত ৩২ বছর ধরে মানুষকে খুশি করার চেষ্টা করছি, কখনও কখনও সফলভাবে, কখনও কখনও অবশ্য তা হয়নি। কিন্তু অ্যাওায়ার্ড পেলে ভালো লাগে।’ 

শাহরুখ আরও বলেন, ‘আমি মাঝে মাঝে অনুভব করি, এই যে কাজের জন্য স্বীকৃত পাওয়া তা ব্যক্তিগত কিছু নয়, বরং ভারতের চলচ্চিত্র শিল্পের। আমার কপাল অনেক ভালো যে ভারতীয় চলচ্চিত্র শিল্পের মুখ হতে পেরেছি। আমি খুব খুশি যে আমি গিয়ে ভারতীয় চলচ্চিত্রের গল্প বলতে পারি এবং কীভাবে আমরা সিনেমা বানাই তা সবাইকে শোনাতে পারি। আশা করি এতে সেইসব লোকেরা আরও বেশি করে ভারতীয় ছবি দেখবে। সেই সিনেমাতে আমি থাকি বা না থাকি।’

কাজের সূত্রে এরপর শাহরুখ খানকে দেখা যাবে ‘পাঠান’ ছবিতে। এছাড়াও তাঁর হাতে আছে আটলি-র জওয়ান। যা মুক্তি পাওয়ার কথা ২০২৩ সালেরই ২ জুন। হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া, মালয়ালাম ভাষায় মুক্তি পাবে এই ছবি। বছরের শেষে আসার কথা আছে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’র।

বন্ধ করুন