২ নভেম্বর ৫৯ বছরে পা দিলেন শাহরুখ খান। অভিনেতা পরিবার এবং বন্ধুদের সাথে তার জন্মদিন উদযাপন করেছেন, আর এই বিশেষ দিনেই ঝাড়খণ্ডের এক ভক্তের স্বপ্নপূরণ করলেন বাদশা। স্বপ্নের নায়কের সঙ্গে দেখা করার তাগিদ নিয়ে ৯৫ দিন ধরে মন্নতের বাইরে অপেক্ষা করছিল ঝাড়খন্ডের এক যুবক। শপথ নিয়েছিল শাহরুখের দেখা না পেলে বাড়ি ফিরবে না, সেই খবর বাদশার কানে অবশেষে পৌঁছেছে!
ভক্তের সঙ্গে দেখা করলেন শাহরুখ
নাওয়া-খাওয়া-ঘুম ভুলে কেন মন্নতের বাইরে ডেরা জমিয়েছিল শেখ মহম্মদ আনসারি। সংবাদমাধ্যমের সামনেও শিগগিরই শাহরুখের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিল সে। ধৈর্য ধরে একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে মন্নতের বাইরে সারা দিন দাঁড়িয়ে থাকতো সে।
এবার শাহরুখ সেই ব্যক্তির সাথে দেখা করলেন। অভিনেতার এক ফ্যান পেজের তরফে আনসারির সঙ্গে শাহরুখের সাক্ষাৎ-এর ছবি পোস্ট করা হয়। অভিনেতার ভক্তের সাথে করমর্দনের একটি ছবি পোস্ট করে ওই ফ্যান পেজ লিখেছে, ‘অবশেষে কিং খান সেই ফ্যানের সাথে দেখা করেছেন যিনি ঝাড়খণ্ড থেকে এসেছিলেন এবং তাঁর সাথে দেখা করার জন্য মান্নাতের বাইরে ৯৫ দিনেরও বেশি সময় ধরে অপেক্ষা করছিলেন! সত্যি যদি কোনও জিনিসকে তুমি মন থেকে চাও, তাহলে গোটা বিশ্ব তোমার স্বপ্নপূরণ করতে তৈরি থাকে… অবশেষে কিং খান ওর স্বপ্নপূরণ করলেন’।
ছবিতে শাহরুখকে দেখ গেল ধূসর রঙের টি-শার্ট, সানগ্লাস আর বেনিতে। শেখ আনসারি তখন বাকরুদ্ধ, যার অভিব্যক্তিতেই তা স্পষ্ট। এটা নিঃসন্দেহে তাঁর জীবনের সেরা প্রাপ্তি।
ভক্তটি জানিয়েছিল, গাড়ি করে মুম্বই এসেছে সে। ওই গাড়িতেই রাত্রিযাপন চলে। হোটেল থেকে খাবার কিনে খায়। শাহরুখের সব ছবি একাধিকবার দেখেছে সে। তবে পাঠান বা জওয়ান নয়, নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া শাহরুখের ছবিরই ভক্ত সে। ডিডিএলজে, করণ-অর্জুন, কোয়েলা, কুছ কুছ হোতা হ্যায়ের নেশায় আজও বুঁদ আনসারি।
ঝাড়খণ্ডে তাঁর একটি কম্পিউটার সেন্টার রয়েছে। সেটি তালা লাগিয়ে মুম্বইয়ে ওই ফ্যান। ৯৫ দিন ধরে রোজগার বন্ধ, সেই নিয়ে আফসোস নেই ভক্তের। শাহরুখকে একবার ছুঁয়ে দেখাই তাঁর স্বপ্ন। অবশেষে তাঁর স্বপ্ন সত্যি করলেন বাদশা।
শাহরুখের জন্মদিন
বছরের মতো এবারও মন্নতের জন্মদিনে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে মন্নতের ব্যালকনিতে পা রাখেননি শাহরুখ। কিছু ভক্তদের সঙ্গে কথা বলার জন্য তিনি একটি ইনডোর ইভেন্টের আয়োজন করেছিলেন। ভিড় সামলাতে বাড়ির বাইরে মোতায়েন পুলিশ আধিকারিকদের জন্য খাবারের বিশেষ প্যাকেট পাঠিয়েছিলেন সুপারস্টার।
শিগগিরই সুজয় ঘোষের 'কিং' ছবিতে দেখা যাবে অভিনেতাকে। ছবিটি সম্পর্কে খুব বেশি কিছু জানা না গেলেও তার মেয়ে সুহানা খানকে এই ছবিতে দেখা যাবে। গত বছর জোয়া আখতারের নেটফ্লিক্স ছবি 'দ্য আর্চিস' দিয়ে ডেবিউ করেন তিনি। ছবিতে আরও অভিনয় করবেন অভিষেক বচ্চন ও অভয় ভার্মা।